Joy Banerjee

দীর্ঘ অসুস্থতা, প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, রাজনীতি ছাড়েন চার বছর আগে

প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৬২। কী ভাবে মৃত্যু হয়েছে অভিনেতা তথা রাজনীতিকের?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১২:৪৯
প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়।

প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১১টা ৩৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। এই মুহূর্তে অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা। ১৫ অগস্ট তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ১৭ অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। অভিনেতার সহকারী ছোটু জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নিয়ম অনুযায়ী মৃত্যুর চার ঘণ্টা পরে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া হবে।আপাতত হাসপাতালেই রয়েছে অভিনেতার মরদেহ ।

Advertisement

২০১৪ সালের লোকসভা নির্বাচনে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়। কিন্তু হার হয়েছিল অভিনেতার। ২০২১ সালে তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। চুমকি চৌধুরী এবং জয়ের জুটি এখনও সিনেপ্রেমীদের কাছে আলোচিত। সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক ছিলেন জয়। 'চপার' ছবিতে তাঁর অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।

Advertisement
আরও পড়ুন