North Bengal flood

বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশে একজোট টলিপাড়া! ২০ লক্ষ টাকার ত্রাণ তুলে দেবে মুখ্যমন্ত্রীর হাতে?

প্রসেনজিৎ তাঁর সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। সেই পোস্টের শিরোনাম— ‘উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি’।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ২১:১৩
দেব ও প্রসেনজিৎ-সহ টলিপাড়া উত্তরবঙ্গের পাশে।

দেব ও প্রসেনজিৎ-সহ টলিপাড়া উত্তরবঙ্গের পাশে। ছবি: সংগৃহীত।

দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত থেকে কটাক্ষের শিকার হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ বার দেব ও টলিপাড়ার অন্য তারকাদের সঙ্গে জোট বেঁধে উত্তরবঙ্গের বন্যাবিধ্বস্তদের সাহায্যের হাত বাড়ালেন তিনি।

Advertisement

প্রসেনজিৎ তাঁর সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। সেই পোস্টের শিরোনাম— ‘উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি’। সেই সঙ্গে লেখা, “আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা, হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছা়ড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ।”

প্রসেনজিৎ লেখেন, “এই লড়াইয়ের দিনে আমরা উত্তরবঙ্গেই আমাদের মন পড়ে আছে। আমার ভৌগোলিক ভাবে অনেক দূরে থাকতে পারি, কিন্তু মনের দিক থেকে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের সাহসই আমাদের শক্তি।”

জানা যাচ্ছে, টলিপাড়ার তারকা ও কলাকুশলীরা মিলে এখনও পর্যন্ত উত্তরবঙ্গের ত্রাণের জন্য ২০ লক্ষ টাকা সংগ্রহ করেছেন। এই ত্রাণের অর্থ তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। মঙ্গলবার ‘দেবী চৌধুরানী’র বিশেষ প্রদর্শনে উপস্থিত ছিলেন দেবও। এই অনুষ্ঠানেই দেব ও প্রসেনজিৎ একসঙ্গে ঘোষণা করেন ত্রাণের কথা। দু’জনেই একজোটে জানান, টলিপাড়া এক হয়ে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে। ভবিষ্যতেও বাংলার মানুষের প্রয়োজনে ও দুর্দিনে বাংলা চলচ্চিত্র জগৎ পাশে থাকবে বলেও আশ্বাস দেন তাঁরা।

মঙ্গলবার দেব নিজেও তাঁর সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহ করছে দেবের সহযোগী দল। সেই সঙ্গে দেবের পোস্টারে লেখা— ‘উত্তরের বন্যায় দেব’। দেব নিজে লেখেন, “উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি, প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে তাঁরা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন।”

Advertisement
আরও পড়ুন