Bengali Serial Trp List

মাস জুড়ে ‘পরিণীতা’র দাপট, বাকি ধারাবাহিকের অবস্থা কেমন, প্রথম পাঁচে জায়গা পেল কারা?

গত সপ্তাহের টিআরপি তালিকায় রকমফের হয়েছে অনেকটাই। জায়গা ধরে রাখতে সক্ষম একমাত্র ‘পরিণীতা’।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৪
মাস জুড়ে টিআরপিতে ‘পরিণীতা’র দাপট।

মাস জুড়ে টিআরপিতে ‘পরিণীতা’র দাপট। ছবি: সংগৃহীত।

টানা এক মাস টিআরপি তালিকায় শীর্ষে ‘পরিণীতা’। সদ্য শুরু হওয়া এই ধারাবাহিক এখনও দর্শকদের পছন্দের তালিকায় সেরা, তা টিআরপি রিপোর্টেই স্পষ্ট। গত সপ্তাহের তুলনায় টিআরপি সামান্য বেড়েছে ঈশানী চট্টোপাধ্যায় ও উদয়প্রতাপ সিংহ অভিনীত এই ধারবাহিকের। ৮.১ পেয়ে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম ‘পরিণীতা’।

Advertisement

গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থেকেও এ সপ্তাহে ‘ফুলকি’র কাছে পরাজিত ‘কথা’। গত সপ্তাহের তুলনায় নম্বর বেশ কিছুটা বাড়িয়েছে ফুলকি, তাদের প্রাপ্ত নম্বর ৭.৫। অন্য দিকে ‘কথা’ তৃতীয় স্থান দখল করেছে এই সপ্তাহে। তাদের প্রাপ্ত নম্বর ৭.২। চতুর্থ স্থানে রয়েছে দু’টি ধারাবাহিক— ‘গীতা এলএলবি’ ও ‘কোন গোপনে মন ভেসেছে’। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর হল ৭.০। পঞ্চম স্থানে রয়েছে অঙ্কিতা মল্লিক অভিনীত ‘জগদ্ধাত্রী’। তাদের প্রাপ্ত নম্বর ৬.৯। এর পরেই রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। তাদের প্রাপ্ত নম্বর ৬.৫। এর পরেই রয়েছে আদৃত রায় ও পারিজাতের ধারাবাহিক ‘মিত্তিরবাড়ি’। গত সপ্তাহের তুলনায় নম্বর বেড়ে সপ্তম স্থান পেয়েছে এই ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর ৬.০। অষ্টম স্থানে রয়েছে ‘উড়ান’। তারা পেয়েছে ৫.৮। নবম স্থানে রয়েছে ‘আনন্দী’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৫। দশম স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’।

টিআরপি তালিকায় সেরা পাঁচ।

টিআরপি তালিকায় সেরা পাঁচ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

Advertisement
আরও পড়ুন