Sonali Chowdhury

ছেলের জন্মদিনেও রাত ৩টে পর্যন্ত শুটিং! বিশেষ দিনে কী কী রান্না করলেন সোনালী?

অভিনেত্রী সোনালী চৌধুরীকে এই মুহূর্তে দর্শক দেখছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। ছেলের জন্মদিনেও ছুটি পেলেন না অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৯:০১
Bengali television Actress Sonali Choudhury upset as she has to work on son’s birthday

ছেলের জন্মদিনে মন খারাপ সোনালীর? ছবি: সংগৃহীত।

চার বছরের মাতৃত্ব। ছেলের সঙ্গে প্রতিটা মুহূর্ত তিনি পরতে পরতে উপভোগ করেন। কিন্তু পেশার চাপে ইচ্ছা থাকলেও উপায় হয় না। তাই ছেলে রিয়ানের চার বছরের জন্মদিনেও ব্যস্ত অভিনেত্রী সোনালী চৌধুরী। জন্মদিনেও ছেলের কাছে থাকার কোনও উপায় নেই তাঁর। বিশেষ দিনে একরাশ মন খারাপ ভাগ করে নিলেন অভিনেত্রী। ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে টানটান উত্তেজনা চলছে। ফলে শুটিংয়ের চাপও খুব। তাই ছেলের জন্মদিনে তাকে বাড়িতে রেখেই শুটিংয়ের জন্য যেতে হচ্ছে অভিনেত্রীকে। রাত ৩টে পর্যন্ত শুটিং চলবে। অন্য দিকে বাবাও কাছে নেই।

Advertisement

আনন্দবাজার ডট কমকে সোনালী বললেন, “ও এখন বড় হচ্ছে, বায়না তো করে। আর সেটা ওর অধিকারও। আমরা বোঝানোর চেষ্টা করি। আমার খুব অপরাধবোধ হচ্ছে। কিন্তু আমার জন্য গোটা সেট ভুগবে, তা তো হয় না। তাই না করতে পারিনি।”

জন্মদিনের সকালে স্কুলেও গিয়েছে সে। সেখানে বন্ধুদের সঙ্গে কাটালে মন ভাল থাকবে, এমনটাই ভেবেছেন সোনালী। আর স্কুল কামাই বিষয়টা একেবারেই পছন্দ নয় অভিনেত্রীর। জন্মদিনেও স্কুলে পাঠিয়েছেন। সোনালি বললেন, “সকালে স্কুল গিয়েছিল। তার পর অনেকটা সময় মা-ছেলে একসঙ্গে কাটিয়েছি। তার পর আমি শুটিংয়ে বেরোলাম। সন্ধেবেলা কেক কাটা হবে। কিন্তু আমি বা ওর বাবা কেউই থাকতে পারব না। ভিডিয়ো কলেই উপস্থিত থাকব।”

এই ক’বছরে দামাল হয়ে উঠেছে রিয়ান। দু’দিন আগেই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল। তাই খুবই টানাপড়েনের মধ্যে পড়তে হয়েছিল। একটি ধাতুর বল গিলে ফেলে সে, ভয়ানক কাণ্ড। খুদের গলা থেকে সেই বল বেরিয়েছে। তাই একটু নিশ্চিন্ত সোনালী। বিশেষ দিনে তার পছন্দের দূরবীন উপহার দিয়েছেন। শত ব্যস্ততার মাঝেও ছেলেকে পাঁচ রকম ভাজা, পায়েস, মাছের কালিয়া করে খাইয়েছেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন