Sonu Nigam

সোনুর বাড়িতে বেঙ্গালুরু পুলিশ! কন্নড় ভাষাকে ‘অপমান’-এর অভিযোগে বিপাকে গায়ক

রবিবারই সোনুর বাড়িতে বেঙ্গালুরু পুলিশের একটি দল পৌঁছোনোর কথা। ভিডিয়ো রেকর্ড করা হবে গায়কের বয়ান। কর্নাটক হাই কোর্টের আদেশ অনুসারে এই জিজ্ঞাসাবাদ চলবে বলে জানা যাচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৩:৪৯
Bengaluru Police is all set to record Sonu Nigam’s statement in his house

সোনুর বাড়িতে বেঙ্গালুরু পুলিশ। ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুর অনুষ্ঠানে গিয়ে বিতর্কে জড়ান সোনু নিগম। সেই জট এখনও কাটেনি। অনুষ্ঠানে কন্নড় গান গাইতে বলায় মেজাজ হারিয়েছিলেন সোনু। এমনকি টেনে এনেছিলেন পহেলগাঁও প্রসঙ্গও। এই ঘটনার জেরে সোনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কর্নাটক হাই কোর্টে। সেই মর্মে সোনুর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। সোনুর বাড়িতেই বেঙ্গালুরু পুলিশ পৌঁছোবে বয়ান রেকর্ড করতে।

Advertisement

রবিবারই সোনুর মুম্বইয়ের বাড়িতে বেঙ্গালুরু পুলিশের একটি দল পৌঁছোনোর কথা। ভিডিয়ো রেকর্ড করা হবে গায়কের বয়ান। কর্নাটক হাই কোর্টের আদেশ অনুসারে এই জিজ্ঞাসাবাদ চলবে বলে জানা যাচ্ছে। কিছু দিন আগেই কর্নাটক হাই কোর্ট জানিয়ে দিয়েছিল, আপাতত গায়কের বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ করা যাবে না। সেই সঙ্গে গায়কের বয়ান ভিডিয়ো মাধ্যমে রেকর্ড করার আবেদনেও সায় দিয়েছিলেন বিচারপতি। সোনুকে সশরীরে উপস্থিত হতে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

ঠিক কী বলেছিলেন সোনু নিগম? কন্নড় গান গাওয়ার অনুরোধ আসার পরেই তিনি বলেন, “আমার এই বিষয়টা ভাল লাগল না। এই ছেলেটির যা বয়স, তার চেয়ে বেশি দিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু এই ছেলেটি অত্যন্ত রূঢ় ভাবে আমাকে হুমকি দিচ্ছে ‘কন্নড়, কন্নড়’ বলে। এই জন্যই পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটে যায়।”

এই মন্তব্যের জেরে কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, তারা সোনু নিগমের সঙ্গে আর কোনও কাজ করবে না। তবে তাঁকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে এমন নয়। একটি কন্নড় ছবি থেকে তাঁর গানও বাদ দেওয়া হয়।

Advertisement
আরও পড়ুন