Samantha Ruth Prabhu

সামান্থা মজে রয়েছেন নতুন প্রেমে! চর্চিত প্রেমিক রাজের প্রাক্তন স্ত্রীর মন্তব্য নিয়ে রহস্য

কারও নাম উল্লেখ করেননি শ্যামলী। তবে রাজের সঙ্গে সামান্থা ঘনিষ্ঠ ছবি ভাগ করে নেওয়ার পরেই শ্যামলীর এই পোস্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৩:০৯
Raj Nidimoru’s ex wife Shhyamali Dey shares a cryptic post

সামান্থা-রাজের প্রেমের জল্পনার মাঝেই প্রাক্তনের রহস্যময় পোস্ট। ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন পরে কাউকে মন দিয়েছেন সানান্থা রুথ প্রভু। গত কয়েক দিন ধরে এই জল্পনা বিনোদন দুনিয়ায়। নাগ চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় দক্ষিণী নায়িকার। তার পরে বয়ে গিয়েছে অনেক জল। নাগকে ভুলে অবশেষে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। তবে সামান্থা বা রাজ কেউই এখনও কোনও মন্তব্য করেননি। এর মধ্যে চর্চায় উঠে এসেছেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে। সামান্থা ও রাজের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকে তাঁরা একের পর এক পোস্ট নিয়েও রহস্য ঘনাচ্ছে।

Advertisement

এ বার শ্যামলীর আরও একটি পোস্ট ঘিরে প্রশ্ন উঠছে। সেই পোস্টে কর্মের কথা বলেছেন তিনি। শ্যামলী লিখেছেন, “ভাল কর্ম করুন। মানুষকে সাহায্য করুন। মানুষের সঙ্গে ভাল ব্যবহার করুন।”

এই প্রথম নয়। এর আগেও অন্য একটি পোস্টে তিনি লেখেন, “যাঁরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে দেখেন, আমাকে নিয়ে কথা বলেন, আমার বিষয়ে পড়েন ও লেখেন তাঁদের সকলকে আমার ভালবাসা ও শুভ কামনা।” পোস্টে কারও নাম উল্লেখ করেননি শ্যামলী। তবে রাজের সঙ্গে সামান্থা ঘনিষ্ঠ ছবি ভাগ করে নেওয়ার পরেই শ্যামলীর এই পোস্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১-এ নাগের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সামান্থার। নাগ এখন শোভিতা ধুলিপালার সঙ্গে বিবাহিত। অবশেষে রাজকেই মন দিয়েছেন সামান্থা। তবে বিয়ের আগেই তাঁরা নাকি একত্রবাস করবেন। ইতিমধ্যেই বাড়ি খোঁজা শুরু করেছেন।

Advertisement
আরও পড়ুন