Bigg Boss

সলমনের ‘বিগ বস্‌’-এর বিরুদ্ধে বড় অভিযোগ! যোগ দিতে গিয়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক

‘বিগ বস্‌’-এ যোগ দিতে গিয়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন ভোপালের এক চর্মবিশেষজ্ঞ চিকিৎসক। বহু দিন ধরেই তিনি ছোট পর্দার এই রিয়্যালিটি শোয়ের দর্শক। নিজেও যোগ দিতে আগ্রহী ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৫:০৬
সলমনের ‘বিগবস্‌’-এর জন্য ১০ লক্ষ টাকার ক্ষতি চিকিৎসকের।

সলমনের ‘বিগবস্‌’-এর জন্য ১০ লক্ষ টাকার ক্ষতি চিকিৎসকের। ছবি: সংগৃহীত।

সলমন খানের ‘বিগ বস্‌’-এর বিরুদ্ধে বড় অভিযোগ। জনপ্রিয় ওই রিয়্যালিটি শো-তে যোগ দিতে গিয়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন ভোপালের এক চর্মবিশেষজ্ঞ চিকিৎসক। বহু দিন ধরেই তিনি ছোট পর্দার এই রিয়্যালিটি শোয়ের দর্শক। নিজেও যোগ দিতে আগ্রহী ছিলেন তিনি। তাই চেষ্টা করেছিলেন ‘পিছনের দরজা’ দিয়ে ‘বিগ বস্’-এর ঘরে জায়গা করে নিতে। সেটা করতে গিয়েই বিপদে পড়েন চিকিৎসক অভিজিৎ গুপ্ত।

Advertisement

মধ্যপ্রদেশের ভোপালে নিজের চেম্বার রয়েছে অভিজিতের। ২০২২ সালে কর্ণ সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল ওই চিকিৎসকের। কর্ণ নিজেকে ‘ইভেন্ট ম্যানেজার’ হিসেবে তাঁকে পরিচয় দিয়েছিলেন। বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর ভাল পরিচিতি রয়েছে বলেও জানান। সেই সব যোগাযোগ ব্যবহার করে তিনি ‘বিগ বস্‌’-এ সুযোগ পাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন, এই আশ্বাস দিয়েছিলেন অভিজিৎ। সেই ফাঁদে পা দিয়েছিলেন চিকিৎসক।

কর্ণের উপর বিশ্বাস করে তড়িঘড়ি ১০ লক্ষ টাকা জোগাড় করেছিলেন অভিজিৎ। কর্ণের হাতে সেই টাকা তুলে দিতে দেরি করেননি তিনি। এর পরে ২০২২ সালের অর্থাৎ ‘বিগ বস্‌ ১৬’-র প্রতিযোগীদের নামের তালিকা প্রকাশ্যে আসে। সেখানে নিজের নাম দেখতে না পেয়ে চমকে যান চিকিৎসক। কর্ণের কাছে কারণ জানতে চান তিনি। সেই ‘ইভেন্ট ম্যানেজার’ জানান, তাঁর নাম পরে প্রকাশ্যে আসবে। ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে তাঁকে ডাকা হবে ‘বিগ বস্‌’-এর তরফ থেকে। কিন্তু সেই ডাকও আসেনি তাঁর কাছে আর।

সেই সিজ়ন শেষের দিকে চলে আসার পরে কর্ণের কাছে টাকা ফেরত চেয়েছিলেন অভিজিৎ। কিন্তু একটা সময়ের পরে কর্ণ তাঁর ফোন বন্ধ করে দেন এবং তাঁর সঙ্গে আর কোনও ভাবেই যোগাযোগ করতে পারেননি অভিজিৎ। ফলে আর সেই ১০ লক্ষ টাকা ফেরত পাননি তিনি।

অবশেষে সেই ঘটনার অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক। আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়েছে তাঁর অভিযোগের ভিত্তিতে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন