Salman- Elvish

ফের আক্রান্ত বলিউড! টানা গুলি সলমন ঘনিষ্ঠ এলভিসের বাড়িতে, চলছে চিরুনি তল্লাশি

ঠিক যে ভাবে কপিল শর্মার স্ত্রীর কানাডার ক্যাফেতে লাগাতার গুলিবর্ষণ হয়েছিল সে ভাবেই এ বার গুলি চলল ‘বিগ বস্‌‌’-খ্যাত এলভিসের বাড়িতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১১:৩৪
প্রাণসংশয়ে এলভিস যাদব।

প্রাণসংশয়ে এলভিস যাদব। ফাইল চিত্র।

এ বার লাগাতার গুলিবর্ষণ ‘বিগবস্‌ ওটিটি ২’-খ্যাত এলভিস যাদবের বাড়িতে। খবর, রবিবার ভোর ৫টা নাগাদ তিন বাইকারোহী এসে দু’ডজন গুলি ছুড়ে পালায়। খবর ছড়াতেই বলিউডের অন্দরে ফের শঙ্কা। হিন্দি বিনোদন দুনিয়ার খ্যাতনামীদের উপরে যত বার হামলা হয়েছে তার দায় স্বীকার করেছেন কুখ্যাত ডন লরেন্স বিশ্নোই ও তার দল। হুমকি দিয়ে বিশ্নোই দাবি করেছেন, সলমন খান ঘনিষ্ঠদের জীবন এ ভাবেই বিপন্ন হবে।

Advertisement

এর আগে একই ভাবে হামলার শিকার হয়েছেন কৌতুকশিল্পী কপিল শর্মা। সলমন-ঘনিষ্ঠ কপিল তাঁর অনুষ্ঠানে এ বছরের শুরুতেই অতিথি হিসাবে নিয়ে গিয়েছিলেন সলমনকে। তার পর কপিলের স্ত্রীর কানাডার ক্যাফেতে এক মাসের ব্যবধানে দু’বার হামলা চালায় দুষ্কৃতীরা। এ বার নিশানায় এলভিস?

জানা গিয়েছে, গুলি হামলার পরই এলাকায় উপস্থিত হয় স্থানীয় প্রশাসন। হামলাকারীদের ধরতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এলাকার ৫৭ নম্বর সেক্টরে এলভিসের বাসভবন। সেখানে তিন মুখোশধারী গুলি চালিয়ে পালিয়ে যায়। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। দ্রুত তদন্ত শুরু হয়েছে। যদিও গুলিবৃষ্টির সময় এলভিস তাঁর বাসভবনে ছিলেন না।

সলমনের মতো এলভিসের বিরুদ্ধেও অভিযোগ প্রচুর। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি সাপের বিষের চোরাচালানের সঙ্গে যুক্ত। এ ছাড়াও, দামি ফুলদানি চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিনেত্রী কুশা কপিল এবং ‘বিগবস্‌ ১৮’ প্রতিযোগিনী চুম দারাং সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন বলেও শোনা যায়।

Advertisement
আরও পড়ুন