Shah Rukh Khan

‘বাড়িতে প্রতিযোগিতা চাই না’, আরিয়ান-সুহানার মধ্যে কি রেষারেষি? কী ইঙ্গিত দিলেন শাহরুখ?

শাহরুখের অনুরাগীরা আরিয়ানকে ক্যামেরার পিছনে নয়, বরং পর্দার নায়ক হিসেবে দেখতে চান। সম্প্রতি শাহরুখের ‘আস্ক মি এনিথিং’ সেশনে এমনই আবদার করে বসেন অনুরাগীরা। তাতেই সবটা খোলসা করলেন বাবা শাহরুখ!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ২০:৫১
দুই ছেলে-মেয়েকে নিয়ে কী বললেন শাহরুখ খান?

দুই ছেলে-মেয়েকে নিয়ে কী বললেন শাহরুখ খান? ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের তিন সন্তান। যার মধ্যে দু’জন প্রাপ্তবয়স্ক। আর একজন দাদা আরিয়ান খান ও দিদি সুহানা খানের তুলনায় অনেকটা ছোট্ট। ইতিমধ্যেই সুহানা বাবার জুতোয় পা গলিয়েছেন। অভিনেত্রী হওয়ার ইচ্ছে সুহানার। তাঁর প্রথম সিরিজ় চর্চিত হলেও সুহানার অভিনয় সমালোচিত হয়। এ বার বাবার সঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন সুহানা। তাঁর প্রস্তুতিও চলছে জোরকদমে। ছেলে আরিয়ানও পিছিয়ে নেই। খুব শীঘ্রই রুপোলি পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে তাঁর। তবে পরিচালক হিসেবে। যদিও শাহরুখ-অনুরাগীরা আরিয়ানকে ক্যামেরার পিছনে নয়, বরং পর্দার নায়ক হিসেবে দেখতে চান। সম্প্রতি শাহরুখের ‘আস্ক মি এনিথিং’ সেশনে এমনই আবদার করে বসেন অনুরাগীরা। তাতেই সবটা খোলসা করলেন বাবা শাহরুখ!

Advertisement

অভিনেতার সাফ কথা, তিনি তাঁর বাড়িতে কোনও প্রতিযোগিতা চান না। কারণটা খুলে না বললেও অভিনেতার ইঙ্গিত, মেয়ে যেহেতু বড় পর্দার জন্য প্রস্তুতি নিচ্ছে, ছেলে ক্যামেরা নেপথ্যেই থাকবে। শাহরুখের কথায়, ‘‘ও ক্যামেরার নেপথ্যে থাকতে চায়, ওকে ভালবাসা দেবেন ওর প্রথম কাজের জন্য। এ ছাড়া বাড়িতে কোনও প্রতিযোগিতা হোক, চাই না।’’ আরিয়ানের ওয়েব সিরিজ় ‘স্টারডম’-এর শুটিং শেষ। নাম থেকেই স্পষ্ট বিনোদন জগতের তারকাদের জীবনের ওঠাপড়া নিয়ে তৈরি হতে চলেছে এই সিরিজ়। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, আরিয়ানের প্রথম সিরিজ়ে বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে শাহরুখকে। বিশেষ চরিত্রের জন্য শুট করার কথা রণবীর সিংহ ও কর্ণ জোহরের।

Advertisement
আরও পড়ুন