Hiran Chatterjee

বিয়ে-বিতর্কের দু’সপ্তাহের মাথায় নীরবতা ভাঙলেন হিরণ, এত দিন কোথায় ছিলেন বিধায়ক-অভিনেতা?

ঋতিকা গিরি এবং হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে বিপুল বিতর্ক কয়েক দিন ধরে। এত দিন তাঁর দুই স্ত্রী কথা বললেও চুপ ছিলেন হিরণ। অবশেষে মুখ খুললেন বিজেপি বিধায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২১:২৫
কী বললেন হিরণ?

কী বললেন হিরণ? ছবি: সংগৃহীত।

অবশেষে মুখ খুললেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। গত দু’সপ্তাহ ধরে তাঁর বিয়ে-বিতর্ক নিয়ে সরগরম সর্বত্র। কলকাতায় এসে কী বললেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম -কে হিরণ জানিয়েছেন, তিনি কলকাতায় ছিলেন না। এত দিন চেন্নাইয়ে ছিলেন। তিনি যোগ করেন, “যে বিষয় বিচারাধীন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান তো আমি করতে পারি না।”

দু’সপ্তাহ আগে এক মঙ্গলবার আচমকাই বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন হিরণ। যে ছবিতে দেখা গিয়েছিল, বারাণসীর এক ঘাটে ঋতিকা গিরিকে হিন্দুমতে বিয়ে করছেন হিরণ৷ সেই ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র। তার পরেই হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় অভিযোগ করেন, হিরণের সঙ্গে তাঁর আইনি বিচ্ছেদ হয়নি। তাঁদের ১৯ বছরের কন্যাসন্তান আছে।

এই প্রেক্ষিতে বিজেপি বিধায়কের বিরুদ্ধে আনন্দপুর থানায় মামলাও দায়ের হয়। তার পরেই হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা ঘোষণা করেন, পাঁচ বছর ধরে সম্পর্কে আছেন তাঁরা। অনিন্দিতা সব জানতেন। যদিও সেই পোস্টও মুছে দেন ঋতিকা। পরে অবশ্য আনন্দবাজার ডট কম -কে তিনি জানিয়েছিলেন, কোনও খ্যাতি চান না। সব কিছুর থেকে দূরে থাকতে চান। এত বিতর্কের মাঝে নীরব ছিলেন হিরণ। অবশেষে সেই নীরবতা ভাঙলেন। আপাতত রাজনৈতিক কাজের জন্য কলকাতাতেই থাকবেন তিনি, জানান হিরণ।

Advertisement
আরও পড়ুন