Ravi Kishan In Trouble

তাঁর বক্তৃতায় আপত্তি! নির্বাচনী প্রচারে গিয়ে মৃত্যু-হুমকি পেলেন অভিনেতা-সাংসদ রবি কিশন

শুধুই মৃত্যু-হুমকি নয়, তাঁর ধর্ম নিয়ে, পরিবার নিয়েও অশালীন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ বিজেপি সাংসদ-অভিনেতার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১২:০২
বিপদে রবি কিশন?

বিপদে রবি কিশন? ছবি: সংগৃহীত।

বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে মৃত্যু-হুমকি পেলেন বিজেপি সাংসদ-অভিনেতা রবি কিশন। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার)-এ নিজেই জানিয়েছেন সে কথা। খবর, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নাকি তাঁর বক্তৃতায় আপত্তি। তিনি ফোনে সাংসদ-অভিনেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন। এর পরেই তিনি গোরক্ষপুরের রামগড় তাল থানায় লিখিত অভিযোগ জানান।

Advertisement

রবি কিশনকে সমর্থন করেছেন গোরক্ষপুরের এসপি অভিনব ত্যাগী। তাঁর কথায়, “রামগড় তাল থানায় সাংসদ-অভিনেতা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ অনুযায়ী, নির্বাচনী প্রচারে গিয়ে মৃত্যু-হুমকি পেয়েছেন অভিনেতা। তাঁর ধর্ম, পরিবার নিয়ে অশালীন ভাষায় আক্রমণও করা হয় বলে অভিযোগ করা হয়েছে।”

সংবাদমাধ্যমের কাছে বক্তব্য জানানোর আগে সমাজমাধ্যমে বার্তা দেন সাংসদ-অভিনেতা। লেখেন, “সম্প্রতি ফোনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমার মা, আমার পরিবার নিস্তার পাননি। তাঁদের সম্পর্কেও অশ্লীল মন্তব্য করা হয়েছে। আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি, শ্রীরামের বিরুদ্ধে আপত্তিকর কথা বলা হয়েছে।” যা তিনি মেনে নিতে পারছেন না।

তাঁর মতে, “এটি কেবল আমার ব্যক্তিগত মর্যাদার উপরেই সরাসরি আক্রমণ নয়, আমাদের বিশ্বাস এবং ভারতীয় সংস্কৃতির মূলে কুঠারাঘাত। এই ধরনের কাজ সমাজে ঘৃণা এবং অরাজকতা ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।” তিনি যে এই ধরনের হুমকিতে ভয় পান না এবং কারও কাছে মাথা নতও করবেন না— সে কথাও সাফ জানিয়ে দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন