Kajol

‘নাক বদলাও, গায়ের রং বদলাও’! মেয়ে নিসার বলিউড অভিষেক কি আসন্ন? মুখ খুললেন কাজল

বিভিন্ন সময় গায়ের রং নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে কাজল-কন্যাকে। তাই ২২ বছরের মেয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৯:৪৯
মেয়ে নিসাকে নিয়ে মত কাজলের।

মেয়ে নিসাকে নিয়ে মত কাজলের। ছবি: সংগৃহীত।

বলিউড তারকাদের সন্তানেরা একে একে অভিনয় দুনিয়াতেই পা রাখছেন। সারা আলি খান থেকে জাহ্নবী কপূর, সুহানা খান কিংবা হালফিলের রাশা থাডানি সকলেরই বলিউড অভিষেক হয়েছে। বেশ কয়েক বছর ধরেই জল্পনা কাজল-কন্যা নিসা দেবগনের বলিউড অভিষেক নিয়ে। যদিও গত কয়েক বছর বিভিন্ন সময় নিজের জীবনযাপনের জন্য ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে নিসাকে। বিভিন্ন সময় গায়ের রং নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে কাজল-কন্যাকে। তাই ২২ বছরের মেয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘‘আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতিমধ্যেই ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আপাতত বলিউডে ও এখনই আসতে চায় না।’’ পরবর্তীকালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।

তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন কাজল। নতুন প্রজন্মের অভিনেতাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। বর্তমান সময়ে বলিউডে সৌন্দর্যের জন্য অস্ত্রোপচারের রমরমা। অভিনয় দুনিয়ায় থাকতে গেলে কি নিজের বাহ্যিক গঠন পরিবর্তনের প্রয়োজন? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘দয়া করে সবার পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নানা লোক নানা কথা বলবে। কেউ বলবে নাক বদলান, কেউ বলবে হাত বদলান, গায়ের রং বদলান, হাজার লোকের হাজার কথা।’’ সৌন্দর্য বাড়ানোর জন্য নায়িকাদের অস্ত্রোপচারের সাহায্য নেওয়ার বিরোধিতা করেননি কাজল। তবে বিষয়টিকে তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসাবেই দেখতে চান। অভিনেত্রী বলেন, ‘‘এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাকিরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সাহায্য নিতে হবে, সেটা যেন না হয়।’’ এই প্রসঙ্গেই নতুনদের উদ্দেশে কাজল পরামর্শ দিলেন, ‘‘ঈশ্বর তোমাদের একটি নির্দিষ্ট ছাঁচে তৈরি করেছেন। তার পরেও কোনও পরিবর্তন চাইলে রূপটান তো রয়েইছে।’’

Advertisement
আরও পড়ুন