Katrina Kaif in Mahakumbh 2025

কুম্ভে স্নানরত ক্যাটরিনাকে দেখে ঘিরে ধরে মানুষ! কতটা বিড়ম্বনায় পড়তে হয় অভিনেত্রীকে?

বেশ কিছু ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, কুম্ভে স্নান করতে গিয়ে ক্যাটরিনাকে বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছিল। অভিনেত্রীকে দেখে শয়ে শয়ে মানুষ এগিয়ে আসেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৬
Bollywood actress Katrina Kaif got surrounded by pilgrims for selfie

কুম্ভে গিয়ে বিপাকে পড়েন ক্যাটরিনা? ছবি: সংগৃহীত।

পুণ্যের আশায় প্রতি দিন মহাকুম্ভে মানুষের ভিড়। বহু তারকাও ত্রিবেণি সঙ্গমে স্নান করতে পৌঁছেছিলেন। দু’দিন আগেই শাশুড়িকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা কইফ। ত্রিবেণি সঙ্গমে ক্যাটরিনার স্নানের ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল মুহূর্তে। হলুদ রঙের সালোয়ার- কামিজ় পরে স্নান করেছিলেন অভিনেত্রী। তাঁর হাতে জড়ানো ছিল রুদ্রাক্ষের মালা। কিন্তু মহাকুম্ভে গিয়ে নাকি বিপাকে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

Advertisement

বেশ কিছু ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, কুম্ভে স্নান করতে গিয়ে ক্যাটরিনাকে বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছিল। অভিনেত্রীকে দেখে শয়ে শয়ে মানুষ এগিয়ে আসেন। ঘিরে ধরেন ক্যাটরিনা ও তাঁর পরিবারকে। ক্যাটরিনার সঙ্গে নিজস্বী তোলার উদ্দেশ্যেই এই ব্যক্তিরা ভিড় করেছিলেন বলে জানা গিয়েছে। তবে এর জন্য বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এমন বেশ কিছু ছবি ও ভিডিয়োও ভাইরাল সমাজমাধ্যমে।

কিছু ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেই সময় ত্রিবেণি সঙ্গমে উপস্থিত ছিলেন একাধিক সন্ন্যাসীও। কিন্তু ক্যাটরিনাকে দেখে তাঁরা ভিড় করতে থাকেন নিজস্বী তোলার জন্য। সংবাদমাধ্যম ও নেটপ্রভাবীরাও ছুটে আসেন ক্যাটরিনার সঙ্গে ছবি তোলার জন্য। এই নিয়ে চর্চা শুরু হয়েছে নেটাগরিকের মধ্যেও।

মহাকুম্ভে ‘ভিআইপি কালচার’ নিয়ে নানা আলোচনা হচ্ছে। এই প্রসঙ্গে এক নেটাগরিকের মন্তব্য, “এই জন্যই ভিআইপি-দের জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখা হচ্ছে। তারকারা যদি সাধারণ মানুষের মতো যান, জানি না কী কী ঘটে যাবে!”

সোমবার কুম্ভে পৌঁছে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর আখড়ায়। পরমার্থ নিকেতন আশ্রমের সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন অভিনেত্রী। ক্যাটরিনা বলেছিলেন, “অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ, এখানকার সৌন্দর্যের একটা আলাদা মাহাত্ম্য আছে।”

Advertisement
আরও পড়ুন