Preity Zinta on trolling

‘আমি কি সব কিছু ছাড়তে প্রস্তুত?’ কুম্ভে যাওয়ার পরে ধেয়ে আসে কটাক্ষ! জবাব দিলেন প্রীতি

পুণ্যের আশায় ত্রিবেণি সঙ্গমে গিয়ে স্নান করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছে প্রীতি জ়িন্টারও নাম। যদিও কুম্ভে গিয়ে কটাক্ষের শিকারও হয়েছেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৪
Bollywood actress Preity Zinta gives a befitted reply to the trollers d

তির্যক মন্তব্যের জবাব দিলেন প্রীতি জ়িন্টা। ছবি: সংগৃহীত।

শিবরাত্রিতে সমাপ্তি হয়েছে মহাকুম্ভের। কিন্তু তা-ও আলোচনায় এই মহাসমাগম। বহু তারকা মহাকুম্ভে যোগ দিয়েছেন। পুণ্যের আশায় ত্রিবেণি সঙ্গমে গিয়ে স্নান করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছে প্রীতি জ়িন্টারও নাম। যদিও কুম্ভে গিয়ে কটাক্ষের শিকারও হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক্স হ্যান্ডলে অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের জবাব দেন অভিনেত্রী।

Advertisement

এক অনুরাগী প্রীতিকে প্রশ্ন করেন, “আপনার কুম্ভের ছবিগুলো দেখে কেন আক্রমণ করা হয়েছিল?” সেই প্রশ্নে প্রীতির স্পষ্ট উত্তর, “যারা আপনাকে নীচে টেনে নামানোর চেষ্টা করে, তারা আসলে নিজেরাই নিম্নগামী। তাই ওদের কে পাত্তা দেয়! শিরদাঁড়াহীন ভীতু লোকজনদের কথায় কান দেওয়ার দরকার নেই।”

এখানেই থামেননি অভিনেত্রী। তিনি আরও বলেন, “আপনার চারপাশ এবং পৃথিবীকে আরও সুন্দর ভাবে গড়ে তুলতে চাওয়ার ইচ্ছেকেই আমি সাহস বলে মনে করি।”

কুম্ভের বেশ কিছু ছবি ভাগ করে নিয়ে প্রীতি লিখেছিলেন, “কুম্ভমেলায় এই নিয়ে তৃতীয় বার এলাম আমি। সত্যিই অসাধারণ এক অনুভূতি হল। তবে আনন্দের মাঝে সামান্য মনখারাপও ছিল। আমি ঠিক বলে বোঝাতে পারব না, আমার কেমন অনুভূতি হচ্ছিল। আনন্দ হচ্ছিল, কারণ আমি ভাই ও মায়ের সঙ্গে গিয়েছিলাম। মনখারাপ করেছিল, কারণ আমি এই জীবন-মৃত্যুর চক্রব্যূহ থেকে মুক্ত হতে চাইছিলাম। জীবন ও সম্পর্ক নিয়ে বুঝতে চাইছিলাম। নিজেকেই জিজ্ঞাসা করেছিলাম, সত্যিই কি আমি আমার পরিবার, সন্তান ও ভালবাসার মানুষদের ছাড়তে প্রস্তুত? না, আমি প্রস্তুত নই।”

কুম্ভ থেকে ফেরার পরে আধ্যাত্মিকতা নিয়েও কথা বলেছিলেন প্রীতি। তাই তির্যক মন্তব্যে কান দিতে নারাজ অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন