Celebrities who practice spirituality

আধ্যাত্মিক গুরুর কাছে প্রায়ই যান অনুষ্কা! ঐশ্বর্যা থেকে ক্যাটরিনা-সহ ছয় তারকা কাদের অনুগামী?

শুধু অনুষ্কা নন। বলিউডের বহু তারকাই আধ্যাত্মিকতায় বিশ্বাসী। মনের জোর খুঁজে পেতে প্রায়ই তাঁদের বিভিন্ন আশ্রমে যেতে দেখা যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৬
অনুষ্কার মতোই আধ্যাত্মিকতায় বিশ্বাসী ঐশ্বর্যা ও ক্যাটরিনা?

অনুষ্কার মতোই আধ্যাত্মিকতায় বিশ্বাসী ঐশ্বর্যা ও ক্যাটরিনা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বলিউড থেকে বহু দিন দূরে অনুষ্কা শর্মা। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘কলা’ ছবিতে। কিন্তু সেই ছবিতে ছিল তাঁর অতিথি উপস্থিতি। অভিনেত্রী হিসাবে অনুষ্কার শেষ ছবি ‘জ়িরো’ (২০১৮)। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে। গত কয়েক বছরে একাধিক বার অনুষ্কা ও বিরাট কোহলিকে প্রেমানন্দের কাছে দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে, তা হলে কি পুরোপুরি বলিউড ছেড়ে দিলেন অনুষ্কা? যদিও তাঁর আরও একটি ছবির মুক্তি এখনও বাকি— ‘চাকদা এক্সপ্রেস’। ওই ছবিতে ক্রিকেটতারকা ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সেই ছবি কবে মুক্তি পাবে তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

তবে শুধু অনুষ্কা নন। বলিউডের বহু তারকাই আধ্যাত্মিকতায় বিশ্বাসী। মনের জোর খুঁজে পেতে প্রায়ই তাঁদের বিভিন্ন আশ্রমে যেতে দেখা যায়।

১) শাহিদ কপূর ও মীরা রাজপুত: রাধাস্বামী সৎসঙ্গ নামে একটি আধ্যাত্মিক দলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে তাঁরা। শাহিদের বাবাও এই দলের সদস্য। জানা যায়, শাহিদ ও মীরার বিয়ের সম্বন্ধ হয়েছিল এই আধ্যাত্মিক দলের মাধ্যমেই। প্রায়ই পঞ্জাবের এক আশ্রমে যান শাহিদ ও মীরা।

২) ঐশ্বর্যা রাই বচ্চন: শ্রী সত্য সাই-এর একনিষ্ঠ অনুগামী প্রাক্তন বিশ্বসুন্দরী। এই আধ্যাত্মিক গুরুর সাহচর্য থেকেই ঐশ্বর্যা বিশ্বাস করেন, মানবিকতাই সবচেয়ে বড় ধর্ম। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর সামনেও অভিনেত্রী বলেন, মানুষের সেবাই আসলে ঈশ্বরের সেবা।

৩) দিয়া মির্জ়া: আধ্যাত্মিক গুরু শ্রীরবি শঙ্করের অনুগামী অভিনেত্রী। প্রকাশ্যে দিয়া জানিয়েছেন, রবি শঙ্করের সান্নিধ্য তাঁর জীবনে পরিবর্তন এনেছে। প্রতিদিন ধ্যান ও প্রাণায়াম করেন দিয়া, যার ফলে তাঁর জীবনে শান্তি এসেছে।

৪) হৃতিক রোশন: অভিনেতা প্রায়ই ওয়াননেস বিশ্ববিদ্যালয়ে বা একম আশ্রমে যান। আধ্যাত্মিকতার টানে প্রায়ই হৃতিকের মা পিঙ্কি রোশন ও বোন সুনয়না রোশনও সেখানে যান।

৫) বিপাশা বসু: আধ্যাত্মিকতায় বিশ্বাসী বঙ্গতনয়াও। দিনে রোজ ‘হিমালয়ান মেডিটেশন’ করেন তিনি। এতে শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকেন বলে জানিয়েছিলেন। ২০১৫ সালে হিমালয়ের আনন্দআশ্রমে ১১ দিনে আধ্যাত্মিক সমাগমে যোগ দিয়েছিলেন তিনি।

৬) ক্যাটরিনা কইফ: অভিনেত্রী ঈশ্বরে বিশ্বাসী। বহু দিন অভিনয় থেকে দূরে। প্রায়ই নানা মন্দিরে যান অভিনেত্রী। প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিলেন ক্যাটরিনা। কর্নাটকের কুক্কে শ্রী সুব্রহ্মণ্য মন্দিরেও গিয়েছিলেন তিনি। স্বামী চিদানন্দ সরস্বতী নামে এক আধ্যাত্মিক গুরুর সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন