Shefali Jariwala's Death

কী ভাবে মৃত্যু, এখনও নিশ্চিত নয় পুলিশ! শেফালির আন্ধেরির বাড়ি পৌঁছোলেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা

মুম্বই পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আন্ধেরি এলাকায় নিজের বাড়িতেই মৃত্যু হয় শেফালির। রাত ১ টা নাগাদ পুলিশের কাছে খবর পৌঁছোয় বলে দাবি। শনিবার শেফালির দেহের ময়নাতদন্ত হবে কুপার হাসপাতালে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১০:৪০
Image of shefali Jariwala

সমাজমাধ্যমে শেফালি জ়ারিওয়ালার শেষ পোস্ট ছিল তাঁর একদা প্রেমিক সিদ্ধার্থ শুক্লকে ঘিরে। ছবি: সংগৃহীত।

কী ভাবে মৃত্যু হল শেফারি জ়ারিওয়ালার! এখনও নিশ্চিত নয় পুলিশ। শনিবার সকাল পর্যন্ত পাওয়া যায়নি পারিবারের কোনও বিবৃতিও। পুলিশের তরফে সংবাদমাধ্যমকে এ দিন জানানো হয়েছে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। এর আগে অবশ্য বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ৪২ বছরে অভিনেত্রীর।

Advertisement

মুম্বই পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আন্ধেরি এলাকায় নিজের বাড়িতেই মৃত্যু হয় শেফালির। রাত ১ টা নাগাদ পুলিশের কাছে খবর পৌঁছোয় বলে দাবি। শনিবার ময়নাতদন্ত হবে কুপার হাসপাতালে। তার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ দিকে, শেফালির বাড়িতে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞ দল।

শুক্রবার গভীর রাতে শেফালিকে নিয়ে হাসপাতালে পৌঁছোন তাঁর স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই রাতে পরাগকে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যেতেও দেখা যায়। হাসপাতাল বা পরিবারের তরফে শেফালির মৃত্যু সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

সমাজমাধ্যমে শেফালির শেষ পোস্ট ছিল সিদ্ধার্থ শুক্লকে ঘিরে। ২০২১ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই অকালপ্রয়াত হয়েছিলেন সিদ্ধার্থ। এক সময় তাঁর সঙ্গে শেফালির সম্পর্ক ছিল বলে শোনা যায়। শেফালি প্রথম বিয়ে করেছিলেন গায়ক হরমিত সিংহকে। ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিগ বস্‌ ১৩-এর ঘরেই সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে বলে গুঞ্জন। ২০১৪ সালে শেফালি বিয়ে করেন ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের অভিনেতা পরাগ ত্যাগীকে। ঘটনাচক্রে এই একই ধারাবাহিকের নায়ক ছিলেন সুশান্ত সিংহ রাজপুত।

Advertisement
আরও পড়ুন