Sushant Singh Rajput probe

বিদেশভ্রমণে নেই আর কোনও নিষেধাজ্ঞা! সুশান্তের মৃত্যুতদন্তে এ বার বড় ছাড় পেলেন রিয়া

কয়েক মাস আগে রিয়ার আইনজীবী আয়াজ় খান বম্বে আদালতের কাছে এই শর্তগুলি তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, গত চার বছর ধরে আদালতের দেওয়া সব রকমের শর্ত ও বিধিনিষেধ মেনে এসেছেন রিয়া। কখনও কোনও শর্ত অমান্য করেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১০:২২
সুশান্তের তদন্তে বড় স্বস্তি রিয়ার।

সুশান্তের তদন্তে বড় স্বস্তি রিয়ার। ছবি: সংগৃহীত।

অবশেষে সম্পূর্ণ অব্যাহতি। স্বস্তি রিয়া চক্রবর্তীর জীবনে। বিদেশভ্রমণে আর নেই কোনও রকমের নিষেধাজ্ঞা। জানিয়ে দিল বম্বে হাই কোর্ট।

Advertisement

২০২০ সালে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে কাঠগড়ায় ওঠেন রিয়া। একাধিক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আত্মহত্যায় প্ররোচনা থেকে টাকা নয়ছয়ের অভিযোগ ছিল রিয়ার বিরুদ্ধে। তবে তিনি গ্রেফতার হয়েছিলেন মাদকযোগের অভিযোগে। এক মাস সংশোধনাগারে থেকে জামিন পেয়েছিলেন রিয়া। কিন্তু সেই জামিনের উপরে ছিল বিভিন্ন শর্ত। সেই শর্তগুলিই সম্প্রতি তুলে নিলেন বম্বে হাই কোর্টের বিচারপতি নীলা কে গোখলে।

শর্ত ছিল, বিদেশে ভ্রমণের জন্য বিশেষ আদালতের থেকে আগে থেকেই অনুমতি নিতে হবে। তা ছাড়া এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)-র কাছে জমা রাখতে হবে পাসপোর্ট। অবশেষে বম্বে আদালত জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে তাঁকে ফিরিয়ে দেওয়া হবে পাসপোর্ট।

কয়েক মাস আগে রিয়ার আইনজীবী আয়াজ় খান বম্বে আদালতের কাছে এই শর্তগুলি তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, গত চার বছর ধরে আদালতের দেওয়া সব রকমের শর্ত ও বিধিনিষেধ মেনে এসেছেন রিয়া। কখনও কোনও শর্ত অমান্য করেননি। একজন অভিনেত্রী হিসেবে প্রায়ই দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে তাঁর। বিভিন্ন শুটিং ও কাজ সংক্রান্ত বৈঠক থাকে। প্রতিটি কারণের জন্য আলাদা করে অনুমতি নেওয়া অসুবিধাজনক এবং সময়সাপেক্ষ। এর ফলে কাজও হাতছাড়া হচ্ছে রিয়ার। এই কারণগুলি সামনে রেখে শর্ত তুলে নেওয়ার আবেদন করা হয়েছিল।

এই আবেদনের বিরোধিতা করেছিল এনসিবি আধিকারিক এস কে হালওয়াসিয়া। তাঁর দাবি ছিল, গুরুতর অভিযোগে রিয়াকে গ্রেফতার করা হয়েছিল। তারকা হওয়ার সুবাদে কোনও বিশেষ সুবিধা তাঁর প্রাপ্য নয়। তাই এই শর্তগুলি তুলে নেওয়ার কোনও প্রশ্ন নেই। একবার বিদেশে গেলে, রিয়া আর দেশে ফিরবেন না বলেও আশঙ্কা ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত রিয়ার আবেদনেই সায় দিয়েছে বম্বে হাই কোর্ট।

বম্বে হাই কোর্ট জানিয়েছে, সত্যিই রিয়া কোনও শর্ত ভাঙেননি। সব সময় বিশেষ আদালতের অনুমতি নিয়েই বিদেশভ্রমণ করেছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে এসেছেন। এই বিষয়গুলি বিবেচনা করে তাঁর উপর থেকে শর্তগুলি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে, আগামিদিনেও রিয়াকে আদালতে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে। তদন্তেও সহযোগিতা করতে হবে। পাসপোর্ট ফেরত পেলেও, বিদেশভ্রমণের আগে তদন্তকারীদলগুলিকে সবটা জানিয়ে যেতে হবে। বিদেশে গিয়েও ফোন সুইচ অন রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন