Tele Academy award

সেরা মেয়ে হলেন দিতিপ্রিয়া, টেলি আকাদেমি পুরস্কারে সেরা জুটির তালিকায় রইল কারা?

প্রতি বছরই ছোটপর্দার শিল্পীদের বিশেষ ভাবে সম্মানিত করা হয় রাজ্য সরকারের তরফে। বৃহস্পতিবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল টেলি আকাদেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ২২:৫৩
টেলি আকাদেমি পুরস্কারের মঞ্চে মমতা বন্দ্য়োপাধ্যায়।

টেলি আকাদেমি পুরস্কারের মঞ্চে মমতা বন্দ্য়োপাধ্যায়। ছবি: সংগৃহীত।

পরিশ্রমের যথাযোগ্য সম্মান পেতে কার না ভাল লাগে! প্রতি বছরই ছোটপর্দার শিল্পীদের বিশেষ সম্মানে ভূষিত করা হয় সরকারের তরফে। বৃহস্পতিবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল টেলি আকাদেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সম্মানিত হলেন ছোটপর্দার তারকারা। সেই সঙ্গে সম্মানিত করা হল ক্যামেরার নেপথ্যের কারিগরদের।

Advertisement

অনুষ্ঠানে সিনে টেকনিশিয়ানস-এর কল্যাণ তহবিলে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হল। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এ দিন প্রেক্ষাগৃহে যেন চাঁদের হাট। বিশেষ অনুষ্ঠানে শাড়ি আর মানানসই গয়নায় সেজেছিলেন কোয়েল মল্লিক, ইমন চক্রবর্তীরা। হাতে হাত ধরে এলেন তিয়াসা লেপচা, সোহেল দত্ত। ফ্রেমবন্দি সোনামণি সাহা এবং প্রতীক সেনও। এই অনুষ্ঠানে পুরস্কারের পাশাপাশি বেশ কিছু পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকেন সবাই। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি খুবই উত্তেজিত। পূজা বন্দ্যোপাধ্যায়, তিয়াসার বিশেষ নাচও দেখা যাবে টেলি আকাদেমির মঞ্চে। চান্দ্রেয়ী ঘোষ এবং মল্লিকা মজুমদার জানালেন, এই অনুষ্ঠানে আসবেন বলে সকাল থেকে ভেবে রেখেছেন, ঠিক কী ভাবে সাজবেন। ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে অনুষ্ঠানে এলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, “টেলিভিশন চ্যানেলের সবথেকে বড় দিক হোক মানবিক, সামাজিক চেতনা বৃদ্ধি।” নতুন স্বাদের ধারাবাহিক তৈরি হচ্ছে বলেও তিনি জানালেন। শিল্পীদের প্রশংসায় ভরালেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আমাদের বর্তমান প্রজন্মের কাছে ইতিহাস হয়তো ঠিক ভাবে পৌঁছোচ্ছে না। টেলিভিশনের মাধ্যমেই কখনও কখনও সামাজিক চেতনা বৃদ্ধি করতে হবে।”

প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে ‘মরণোত্তর সম্মান’ দেওয়া হয়। সেই সম্মান গ্রহণ করলেন অভিনেত্রীর মেয়ে। জীবনকৃতি সম্মান দেওয়া হল লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে। এই বিশেষ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অম্বরীশ ভট্টাচার্য এবং জুন মালিয়া। অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা পুরস্কার পাবেন, তাঁরা নিজের দক্ষতায় পাবেন। আর যদি কেউ বঞ্চিত হন, বলবেন তা পুষিয়ে দেব।”

মোট ৪১টি বিভাগে পুরস্কার দেওয়া হল। সেই তালিকায় ছিল প্রিয় জুটি থেকে নতুন মুখ, সেরা অভিনেতা, অভিনেত্রী, প্রিয় পরিবার-সহ আরও অনেক কিছু। এ ছাড়াও নন-ফিকশন অনুষ্ঠানগুলির জন্যও আলাদা বিভাগ ছিল। সে ক্ষেত্রেও সম্মানিত করা হয়েছে নন ফিকশন শো-এর সঙ্গে যুক্ত পরিচালক, সঞ্চালক থেকে ক্যামেরার নেপথ্যে থাকা সকল কারিগরকে।

সেরা জুটির পুরস্কার পেয়েছে তটিনী-পরশুরাম, স্বতন্ত্র-কমলিনী, ঝাঁপি-সৌরভ, লাজবন্তী-অনুভব, নিশা-উজি, এভি-কথা, নীল-লহরী। সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং কৌশাম্বী চক্রবর্তী। এই মুহূর্তে সুদীপ্তাকে দেখা যাচ্ছে ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকে বৃন্দা চরিত্রে। আর কৌশাম্বীকে দর্শক দেখছেন ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে মোহনা চরিত্রে। প্রিয় মেয়ের পুরস্কার পেয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আর কারা, কী পুরস্কার পেলেন? তা ক্রমশ প্রকাশ্য।

Advertisement
আরও পড়ুন