Subhasish Mukherjee

অল্পবয়সি মেয়ের প্রেমে মশগুল শুভাশিস মুখোপাধ্যায়! সমুদ্রতীরে দেখা গিয়েছে তাঁদের, তার পর?

সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। অভিনেতা খোলাখুলি সব বলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৬:০৩
comedian raju majumdar directing fani babu viral with subhasish mukherjee

শুভাশিস মুখোপাধ্যায় ছবি: সংগৃহীত।

‘হারবার্ট’, ‘মহালয়া’-খ্যাত অভিনেতা প্রেমে? প্রায় কন্যাসম এক মেয়েকে ভালবেসে ফেলেছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়! টলিপাড়ায় এই গুঞ্জনে কান পাতা দায়। অভিনেতা কী বলছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই তিনি অকপটে স্বীকার করেছেন। শুভাশিস জানিয়েছেন, তাঁরা নিরালায় সময় কাটাতে সমুদ্র বেছে নিয়েছিলেন!

হাটে হাঁড়ি ভেঙেছেন তার পরেই। শুভাশিসকে নিয়ে কৌতুকাভিনেতা রাজু মজুমদার একটি ছবি বানিয়েছেন। নাম ‘ফণীবাবু ভাইরাল’। এই ছবি দিয়ে পরিচালনার দুনিয়ায় আসছেন রাজু। 'ফণীবাবু' শুভাশিসের সেখানেই ‘তরুণী ভার্যা’ রোশনি ভট্টাচাৰ্য।

রোশনি এর আগে পর্দায় উত্তমকুমার, মিঠুন চক্রবর্তীর নায়িকা! যথাক্রমে ‘অতি উত্তম’, ‘শ্রীমান ভার্সস শ্রীমতি’ ছবিতে। সে প্রসঙ্গ তুলতেই হাসি শুভাশিসের। রসিকতা করলেন, ‘‘ভেবে আমারই গায়ে কাঁটা দিচ্ছে!’’ আরও জানালেন, ছবিতে রোশনি আর তাঁর অনেক রোমান্টিক মুহূর্ত, গানের দৃশ্যও আছে। এই দুই অভিনেতা ছাড়াও দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক-সহ এক ঝাঁক অভিনেতাকে। সংসারে অবাঞ্ছিত এক বৃদ্ধ সমাজমাধ্যমের কল্যাণে হঠাৎ ভাইরাল। তার পর? ‘‘ওই বৃদ্ধর কাণ্ডকারখানা নিয়েই ছবি’’, বক্তব্য পরিচালক রাজুর।

হঠাৎ ছবি পরিচালনার ইচ্ছে? জবাবে রাজু বললেন, ‘‘করোনাকালে বাড়িতে বসে লেখালিখি করছিলাম। সেখান থেকেই এই গল্প তৈরি। শুভাশিসদাকে ভেবেই ‘ফণীবাবু’ চরিত্রটি লিখেছি।’’ একটা সময় কৌতুকাভিনেতাদের নিয়ে ছবি বানানো হত। যেমন, ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘আশিতে আসিও না’, ‘ভানু পেল লটারি’, ‘ভানু গোয়েন্দা জহর আসিস্ট্যান্ট’ ইত্যাদি। শুভাশিসের তাৎক্ষণিক জবাব, ‘‘সেই ধারা ফিরিয়ে আনছে রাজু। আমার চরিত্র, ছবির সংলাপ খুব মজার। আমরা যা পরিস্থিতির মধ্যে দিয়ে রোজ যাচ্ছি, এই ছবি হয়তো টাটকা অক্সিজেন জোগাবে ।’’

এই মুহূর্তে বাংলা ছবির যা অবস্থা, তাতে আগামী দিনে নতুন পরিচালকের টিকে থাকার সম্ভাবনা কতটা? প্রশ্ন ছিল শুভাশিসের কাছে। তাঁর মতে, ‘‘বহু ছবিতে অভিনয় করেছে রাজু। তার ফলে ওর কিছু অভিজ্ঞতা আছে। প্রযুক্তি ব্যবহারের জ্ঞান খুব খারাপ নয়। কাজ করে ভাল লেগেছে। বাকিটা সময় বলবে।’’ পর্দায় ‘ফণীবাবু’ সমাজমাধ্যমে আসক্ত। বাস্তবের শুভাশিসও কি তা-ই? সেই সম্ভাবনা সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছেন অভিনেতা। বলেছেন, ‘‘ফেসবুক, ইনস্টাগ্রাম কিচ্ছু নেই। ইচ্ছে করেই রাখিনি। ওখানে সারাক্ষণ মন্দ কথা! যা দেখলে মনখারাপ হতে বাধ্য।’’ এক বার জীবন্ত শুভাশিসকে নাকি সমাজমাধ্যম ‘মৃত’ বানিয়ে দিয়েছিল! অভিনেতার কথায়, ‘‘সে এক কাণ্ড! ভাগ্যিস ‘ফণীবাবু’র সঙ্গে এসব হয়নি।’’

Advertisement
আরও পড়ুন