West Bengal SIR Hearing

হাতির আতঙ্ক! গ্রামের কাছেই বিশেষ এসআইআর শুনানি কেন্দ্র জঙ্গলমহলের ভোটারদের জন্য

এলাকার মানুষের কথা ভেবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানায়। এর পরেই সাহায্যের জন্য এগিয়ে আসে কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০২:২৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যে জুড়ে চলছে এসআইআর শুনানি। এর মধ্যে সমস্যায় পড়েছেন জঙ্গলমহল এলাকার বাসিন্দাদের একাংশ। কারণ, হাতির উপদ্রব। তাঁদের কথা ভেবে গ্রামের কাছেই বিশেষ শুনানিকেন্দ্র তৈরি করা হয়েছে প্রশাসনের তরফে।

Advertisement

এলাকার মানুষের কথা ভেবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানায়। এর পরেই সাহায্যের জন্য এগিয়ে আসে কমিশন। ভোটারদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের কাছে অস্থায়ী শুনানি কেন্দ্রে তৈরি করা হয়।

শালবনির বিডিও রুমান মণ্ডল জানান, পশ্চিমবঙ্গে দু’টি বিধানসভার অংশ রয়েছে এই ব্লকে। যার মধ্যে আগামী ১৫ জানুযারি থেকে কলসিভাঙা, সাতপাটি, কলাইমুড়ি, গরমাল, লালগেড়িয়া, ভীমপুর এলাকার ভোটাররা শুনানি কেন্দ্রে আসা শুরু করবেন। তাঁদের নিরাপত্তার কথা ভেবেই এই ব্যবস্থা করা হয়েছে।

মেদিনীপুরের এসডিও মধুমিতা (সদর) মুখোপাধ‍্যায় বলেন, “হাতির কারণে ওই সব গ্রামের মানুষদের জন্য বিশেষ শুনানি কেন্দ্র করা হয়েছে। হাতির অবস্থান বুঝেই ওই সব গ্রামের মানুষেরা পৌঁছোতে পারবেন গ্রামের পাশেই বিশেষ শুনানি কেন্দ্রে। বৃহস্পতিবার শুনানি কেন্দ্রে এসেছিলেন ওই সব নির্দিষ্ট গ্রামের মানুষেরা।”

Advertisement
আরও পড়ুন