Kamal Haasan

সম্প্রীতি নষ্ট করেছেন কমল হাসন! দক্ষিণী তারকার বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ

কেআরভি-র সভাপতি প্রবীণ শেট্টি অভিযোগে জানিয়েছেন, অভিনেতার এই মন্তব্য সম্পূর্ণ বেআইনি। এই মন্তব্যের জেরে তামিলনাড়ু ও কর্নাটক— দুই রাজ্যের মধ্যে সম্প্রীতি ক্ষুণ্ণ হচ্ছে বলেও তাঁর দাবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৩:১৫
Complaint filed against veteran actor Kamal Haasan in Bengaluru

অভিযোগ দায়ের কমল হাসনের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই কন্নড় ভাষা নিয়ে বিপাকে পড়েছিলেন সোনু নিগম। এ বার কন্নড় ভাষাকে অপমান করার অভিযোগ উঠল কমল হাসনের বিরুদ্ধে। কর্নাটকের বেঙ্গালুরুতে গিয়ে বর্ষীয়ান অভিনেতা দাবি করেন, তামিল ভাষা থেকেই কন্নড় ভাষার উৎপত্তি। এর পরেই তাঁর দিকে কটাক্ষ ধেয়ে আসতে শুরু করে। এ বার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল।

Advertisement

কর্নাটক রক্ষণা বেদিকে (কেআরভি) নামে একটি স‌ংগঠনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে কমল হাসনের বিরুদ্ধে। এই সংগঠনের পক্ষ থেকে অভিনেতার মুখে কালি মাখানো হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। তাঁদের দাবি, অবিলম্বে কমল হাসনকে তাঁর মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।

কেআরভি-র সভাপতি প্রবীণ শেট্টি অভিযোগে জানিয়েছেন, অভিনেতার এই মন্তব্য সম্পূর্ণ বেআইনি। এই মন্তব্যের জেরে তামিলনাড়ু ও কর্নাটক, এই দুই রাজ্যের মধ্যে সম্প্রীতি ক্ষুণ্ণ হচ্ছে বলেও তাঁর দাবি। বেঙ্গালুরুর আরএম নগর থানায় বর্ষীয়ান তারকার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে।

এই বিতর্কে মুখ খুলেছেন কমল হাসনও। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি দক্ষিণী তারকার। কর্নাটকের প্রতি ভালবাসা থেকেই এই মন্তব্য করেছিলেন তিনি। তাই ক্ষমা চাইতে রাজি নন কমল। তিনি বলেছেন, “ভালবাসা থেকে বলা কথার জন্য আমি ক্ষমা চাইব না।” বহু ইতিহাসবিদের থেকে তিনি ভাষা নিয়ে শিক্ষা গ্রহণ করেছেন বলেও জানান।

ঠিক কী বলেছিলেন কমল হাসন? ‘ঠগ লাইফ ইন চেন্নাই’ ছবির এক অনুষ্ঠানে কমলের সঙ্গে ছিলেন কন্নড় অভিনেতা শিবাজীকুমারও। কমল বলেন, “তামিল ভাষা হল আমার জীবন ও আমার পরিবার। আর অভিনেতা শিবাজীকুমার অন্য রাজ্যে থাকা আমার পরিবারের আর এক অংশ। তাই আজ তিনি এসেছেন। আর সেই জন্যই শুরুতে বললাম, তামিল ভাষা আমার পরিবার ও জীবন। আর আপনার (শিবাজীকুমার) ভাষা তামিল থেকেই জন্ম নিয়েছে। অর্থাৎ আপনিও আমাদের মধ্যেই আছেন।”

Advertisement
আরও পড়ুন