Debchandrima Singha Roy

দুবাইতে দেবচন্দ্রিমা, আরব দেশে গিয়েই ভয়মুক্ত হলেন টলিপাড়ার নায়িকা! কী এমন ঘটল সেখানে?

পরনে আরব দেশের আলখাল্লা পোশাক। এ বার দুবাই গিয়ে নিজেকে ভয়মুক্ত করলেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৪
দুবাইতে গিয়ে কোন সাহসিকতার পরিচয় দিলেন দেবচন্দ্রিমা?

দুবাইতে গিয়ে কোন সাহসিকতার পরিচয় দিলেন দেবচন্দ্রিমা? ছবি: সংগৃহীত।

টলিউডের জনপ্রিয় মুখ। এই মুহূর্তে তাঁর কর্মক্ষেত্র অবশ্য মুম্বই। গত আট মাস ধরে মায়ানগরীতে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। কলার্সের ‘সুহাগন চুড়েল’ ধারাবাহিকে দেখা গিয়েছে দেবচন্দ্রিমাকে। সদ্য ধারাবাহিকটি শেষ হয়েছে। এখন হাতে কিছুটা অবসর। এমনিতেই ভ্রমণপ্রিয় অভিনেত্রী। তাই দেবচন্দ্রিমার গন্তব্য দুবাই। বেশ কয়েক দিন ধরেই সেখানে রয়েছেন, ছুটি কাটাচ্ছেন। সম্প্রতি সেখানকার এক মসজিদে গিয়ে ছবি তুলে পোস্ট করেন অভিনেত্রী। পরনে আরব দেশের পোশাক। এ বার দুবাই গিয়ে নিজেকে ভয়মুক্ত করলেন অভিনেত্রী।

Advertisement
দুবাইতে ‘স্কাই ডাইভিং’-এ মত্ত দেবচন্দ্রিমা।

দুবাইতে ‘স্কাই ডাইভিং’-এ মত্ত দেবচন্দ্রিমা। ছবি: ফেসবুক।

দুবাই গিয়ে একেবারে ১৩০০০ ফিট থেকে ঝাঁপ দিলেন অভিনেত্রী। সেই ছবি পোস্ট করে লিখলেন, “ফিল দ্য ফিয়ার, ডু ইট এনি ওয়ে” (ভয়কে উপভোগ করুন, যে ভাবেই হোক)। আসলে অভিনেত্রী সেখানে গিয়ে ‘স্কাই ডাইভিং’ করেছেন। ভয় পেলেও সেই ভয়কে জয় করেছেন তিনি। ভারতে এখনও এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ সাধারণ মানুষদের জন্য খুব বেশি নেই। দুবাইয়ে গিয়ে সাধারণত তারকারা স্কাই ডাইভিংয়ের আনন্দ নেন। খরচের দিক থেকে দেখলে এই ধরনের স্পোর্টস অ্যাডভেঞ্চারের শুরু হয় ভারতীয় মুদ্রায় ৪৫০০০ টাকা থেকে। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের জন্যই খসে যায় এত টাকা! এক ঘণ্টা বা তার কাছাকাছি সফর করতে চাইলে খরচ প্রায় ২ লাখ পর্যন্ত হতে পারে।

Advertisement
আরও পড়ুন