Bigg Boss Malti Chahar

‘জোর করে চুম্বন করতে আসেন, উনি আমার বাবার বয়সি,’ পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দীপক চাহরের বোন মালতীর

বলিউডের এক পরিচালক নাকি তাঁকে জোর করে চুম্বন করার চেষ্টা করেছিলেন। ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মালতী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩
দীপক চাহরের বোন মালতীর অভিযোগ পরিচালককে নিয়ে।

দীপক চাহরের বোন মালতীর অভিযোগ পরিচালককে নিয়ে। ছবি: সংগৃহীত।

‘বিগ বস্‌ ১০’ থেকে পরিচিতি পেয়েছেন মালতী চাহর। সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটার দীপক চাহরের বোন। এক সাক্ষাৎকারে বলিউডের পরিচিত পরিচালকের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন অভিনেত্রী।

Advertisement

বিনোদনজগতে বেশ কিছু দিন ধরেই রয়েছেন তিনি। অভিনয় ও ছবির পরিচালনা, দুই-ই করেছেন। তবে রয়েছে খারাপ অভিজ্ঞতাও। বলিউডের এক পরিচালক নাকি তাঁকে জোর করে চুম্বন করার চেষ্টা করেছিলেন। ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মালতী।

মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রায়ই আলোচনা হয়। এই প্রসঙ্গে মহিলাদের উদ্দেশে মালতীর পরামর্শ, “মিষ্টি কথায় মেয়েদের গলে যাওয়া উচিত নয়। সবসময় তাদের সতর্ক থাকা উচিত।” মালতী জানান, একটি কাজ সফল হওয়ার পরে এক পরিচালককে তিনি ভদ্রতার খাতিরে একপাশ থেকে আলিঙ্গন করতে যান। “কিন্তু সেই পরিচালক জোর করে আমার ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করেন। আমি চমকে পাথর হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি, কী ঘটে গেল! সঙ্গে সঙ্গে ওই লোকটিকে থামাই এবং আর কোনও দিন তার সঙ্গে দেখা করিনি”, বলেন মালতী। ওই পরিচালক নাকি তাঁর বাবার বয়সি। তাই এমন কিছু ঘটতে পারে, কল্পনাও করেননি তিনি।

তবে এই ধরনের ঘটনা বিনোদনজগতে প্রায়ই ঘটে থাকে বলে মত তাঁর। মালতীর স্পষ্ট বক্তব্য, “হ্যাঁ, এমন এক-দু’বার ঘটেই থাকে মানুষের সঙ্গে। বলিউডে লোকজন খুবই চালাকচতুর। এঁরা আপনার চালচলন, আপনার স্বভাব— সবটাই বোঝেন। দু’একজন হয়তো সীমা ছাড়িয়ে যান। কেউ কেউ খারাপ আচরণ করেন। কিন্তু বেশির ভাগ মানুষই আমার তৈরি করা গণ্ডি পেরোননি।”

এই ধরনের পরিস্থিতি কী ভাবে সামাল দিতে হয়, তা ভালই জানেন মালতী। তার অন্যতম কারণ, ছোটবেলায় তাঁকে সে ভাবেই তাঁর বাবা বড় করেছেন। মালতীর বাবা ভারতীয় বায়ুসেনায় ছিলেন। কড়া নিয়মকানুনে বড় করেছিলেন ছেলেমেয়েদেরও। সেই ছাপ এখনও তাঁর মধ্যে রয়ে গিয়েছে বলে জানান দীপক চাহরের বোন।

Advertisement
আরও পড়ুন