Deepika Padukone

রণবীর নয়! দীপিকা বিয়ে করতে চেয়েছিলেন সঞ্জয় লীলা ভন্সালীকে? কিন্তু কেন?

অন্য এক তারকাকে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি হলেন সঞ্জয় লীলা ভন্সালী। এক অনুষ্ঠানে নিজে মুখেই এ কথা বলেছিলেন দীপিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৮:৩৫
কেন বর্ষীয়ান পরিচালককে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা?

কেন বর্ষীয়ান পরিচালককে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা? ছবি: সংগৃহীত।

রণবীর সিংহ নয়। অন্য এক তারকাকে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি হলেন সঞ্জয় লীলা ভন্সালী। এক অনুষ্ঠানে নিজের মুখেই এ কথা বলেছিলেন দীপিকা।

Advertisement

‘বিগ বস্‌’-এ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দীপিকা। সেই সময়ে তিনি ‘পদ্মাবত’ ছবির প্রচার করছিলেন। অনুষ্ঠানের মঞ্চে মুখোমুখি হয়েছিলেন সলমন খানের। ভাইজান প্রশ্ন করেছিলেন, দীপিকা বন্ধ লিফ্‌টে কার সঙ্গে আটকে পড়তে চান? উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, সলমনের সঙ্গেই তিনি আটকে পড়তে চান। এই শুনে রসিকতা করে সলমন বলেছিলেন, “আমিও বন্ধ লিফ্‌টে আমার সঙ্গেই আটকে পড়তে চাই।”

সলমনের প্রশ্নবাণ এখানেই থামেনি। দীপিকা কার সঙ্গে প্রেম করবেন, কাকে বিয়ে করবেন এবং কাকে হত্যা করবেন? এই প্রশ্ন করেছিলেন সলমন। রণবীর সিংহ, শাহিদ কপূর ও সঞ্জয় লীলা ভন্সালী— এর মধ্যেই নাম বেছে নিতে হবে, এই ছিল শর্ত। তখন দীপিকা জানান, তিনি প্রেম করবেন রণবীরের সঙ্গে। হত্যা করবেন শাহিদ কপূরকে। আর বিয়ে করবেন সঞ্জয় লীলা ভন্সালীকে।

সেই সময়ে রণবীর ও দীপিকার প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। কিন্তু বিয়ে করার জন্য ছবির পরিচালককেই বেছে নিয়েছিলেন তিনি। শাহিদ তত দিনে বিবাহিত। তাই হত্যার জন্য শাহিদকেই বেছে নিয়েছিলেন দীপিকা।

এই পুরনো অনুষ্ঠানের ভিডিয়ো আবার উঠে এসেছে আলোচনায়। তবে দীপিকার অনুরাগীরা এই মন্তব্য নিয়ে রসিকতা করছেন। ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন দীপিকা ও রণবীর। ২০২৪ সালে কন্যাসন্তানের জন্ম দেন তাঁরা। গত দীপাবলিতে কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে এনেছেন তারকাদম্পতি।

Advertisement
আরও পড়ুন