dharmendra first wife

ধর্মেন্দ্র শয্যাশায়ী, নিজেকে শক্ত রাখার প্রতিজ্ঞা হেমার! প্রথম স্ত্রী প্রকাশের কী অবস্থা?

হেমা জানিয়েছেন, এমন সময় তাঁকে শক্ত থাকতে হবে। কোনওভাবে ভেঙে পড়লে চলবে না। কিন্তু, অন্য দিকে একেবারে উল্টো অবস্থা ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌরের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৪:০৫
(বাঁ দিকে) হেমা মালিনী, প্রকাশ কৌর (ডান দিকে) ।

(বাঁ দিকে) হেমা মালিনী, প্রকাশ কৌর (ডান দিকে) । ছবি: সংগৃহীত।

বুধবার সকালে হাসপাতাল থেকে ফিরেছেন ধর্মেন্দ্র। চিকিৎসা চলছে। অভিনেতা তাঁর প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে থাকছেন। দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী তাঁর দুই মেয়েকে নিয়ে আলাদা থাকেন। ধর্মেন্দ্র হাসপাতালে থাকাকালীন বার বার ছুটে গিয়েছেন হেমা। অভিনেত্রী জানিয়েছেন, এমন সময় তাঁকে শক্ত থাকতে হবে। কিন্তু অন্য দিকে একেবারে উল্টো অবস্থা ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌরের।

Advertisement

সমাজমাধ্যমে ধর্মেন্দ্রের অসুস্থতা ও পরিবারের একের পর এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তেমনই একটি ভিডিয়োয় দেখা গেল, শয্যাশায়ী ধর্মেন্দ্রের উপর কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ছেন প্রকাশ। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেই ভিডিয়োয় বোঝা যাচ্ছে, স্বামীকে এমন অবস্থায় প্রকাশ যেন কিছুতেই মেনে নিতে পারছেন না। বার বার বলে উঠছেন, ‘‘কথা বলো! কী গো ওঠো না! তুমি আমার সঙ্গে কথা বলো! ঈশ্বর আমাকে নিয়ে নাও, ওঁকে সুস্থ করে দাও।’’ মায়ের এমন অবস্থা চোখে দেখতে পারছেন না ছেলে ববি। যদিও এমন অবস্থায় মাকে শান্ত করতে এগিয়ে আসেন সানি। তাতেও কান্না থামছে না প্রকাশের। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই একাধিক অনুরাগীও মুখ খুলেছেন। দেওল পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আর্জি জানিয়েছেন ছবিশিকারিদের কাছে।

অন্য দিকে হেমা মালিনী বলেন, ‘‘ছেলেমেয়েগুলো রাতের পর রাত জেগে রয়েছে। আমাকে এখন শক্ত থাকতেই হবে।’’ এমনকি যখন অভিনেতার মৃত্যুর খবর রটে যায়, সেই সময়ও সমাজমাধ্যমে তীব্র ধিক্কার জানিয়েছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন