Naga Chaitanya-Samantha Ruth Prabhu

বিয়ে ভাঙল, ট্যাটু সরল! নতুন জীবন শুরু আগে এ ভাবেই ধাপে ধাপে নাগকে মুছছেন সমান্থা?

কিছুই লুকোবেন না তিনি— এমন বার্তা দিয়ে সম্প্রতি একটি টি়জ়ার পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই দেখা যায়, তাঁর পিঠের ট্যাটুটি গায়েব!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১১:০১
সমান্থা রুথ প্রভুর ট্যাটুর সে কাল-এ কাল।

সমান্থা রুথ প্রভুর ট্যাটুর সে কাল-এ কাল। ছবি: ফেসবুক।

সবই মায়া! অবশেষে সার বুঝেছেন সমান্থা রুথ প্রভু? ২০২১-এ বিয়ে ভেঙেছে। ২০২৫-এ এসে ট্যাটু মুছলেন। নতুন জীবনে প্রবেশের আগে এ ভাবেই ধাপে ধাপে নাগ চৈতন্যকে নিজের জীবন থেকে মুছে ফেলছেন অভিনেত্রী? সম্প্রতি, তিনি ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। মনে করা হচ্ছে এটি তাঁর আসন্ন কোনও কাজের প্রচার ভিডিয়ো।

Advertisement

ক্যামেরার সামনে এসে পর্দায় তিনি লিখেছেন, ‘কিছুই লুকোনোর নেই! তার পরেই ফিরে গিয়েছেন। খয়েরি রঙের গাউনের পিঠ গভীর ভাবে কাটা, এ দিকে সমান্থার চুল উঁচু করে বাঁধা। ফলে অভিনেত্রীর টানটান পিঠ নজর কেড়েছে দর্শকের। সেখানেই শুরু জল্পনার।

সমান্থা কেন এমন ভিডিয়ো পোস্ট করলেন তা জানা যায়নি। তবে তিনি বলেছেন, তাঁর সঙ্গে থাকতে। অর্থাৎ, বিশেষ কিছু জানাতে চলেছেন তিনি। মুখে না বললেও পিঠ দেখিয়ে দর্শককে বুঝিয়ে দিয়েছেন পুরনো ট্যাটু তিনি তুলে ফেলেছেন।

ওই ছোট্ট ভিডিয়োয় দেখা গিয়েছে, অভিনেত্রীর পিঠে লেখা ‘ওয়াইএমসি’ বা ‘ইয়ে মায়া চেসাভে’ ট্যাটুটি আর নেই! ২০১০ সালে এই নামেই একটি ছবি মুক্তি পেয়েছিল নাগ-সামান্থার। তেলুগু ভাষায় ‘ইয়ে মায়া চেসাভে’-এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘কী যাদু করেছ তুমি’। ১৫ বছর পর ট্যাটু মুছে ফেলায় শুরু হয়েছে কথা! বিষয়টি প্রথমে নজরে আসে অভিনেত্রীর অনুরাগীদের। মন্তব্য বিভাগে সে কথা তাঁরা লিখতেই সমান্থার ট্যাটু মোছা নিয়ে হইহই শুরু।

‘ইয়ে মায়া চেসাভে’ ছবিতে অভিনয়ের পরই সম্পর্কে জড়িয়ে পড়েন নাগ-সামান্থা। সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৭-য় বিয়ের পিঁড়়িতে বসেন। কিন্তু তিন বছরের মধ্যেই ২০২০-তে বিচ্ছিন্ন হন তাঁরা। ২০২১-এ পাকাপাকি বিচ্ছেদ হয় তারকা যুগলের।

এত ঘটনার মধ্যেও সময় বয়ে গিয়েছে। নাগ চৈতন্য নতুন সংসার পেতেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে। সমান্থাও নাকি মনের মানুষ খুঁজে পেয়েছেন। শোনা যাচ্ছে, পরিচালক রাজ নিদিমোরুর প্রেমে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী। এর পরেই তাঁর পিঠ থেকে ১৫ বছরের ট্যাটু যদি মুছে যায়, কথা তো উঠবেই।

Advertisement
আরও পড়ুন