Dimple Kapadia

‘তুমি শেখাবে আমাকে’? রাজেশের কোন কথায় ডিম্পলের সঙ্গে সম্পর্কে দূরত্ব আসার উপক্রম হয়?

তাঁদের দাম্পত্যে বয়সের ব্যবধান ছিল বিস্তর। কোন একটা ভুলে স্বামীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হয় ডিম্পলকে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:২৪
(বাঁ দিকে) রাজেশ খন্না, (ডান দিকে) ডিম্পল কাপাডিয়া।

(বাঁ দিকে) রাজেশ খন্না, (ডান দিকে) ডিম্পল কাপাডিয়া। ছবি: সংগৃহীত।

বলিউডে তখন রাজেশ খন্নার একচেটিয়া আধিপত্য। তিনিই ‘সুপারস্টার’! তাঁর ঘাড় কাত করে তাকানো, হালকা হাসি অথবা সংলাপ বলার কায়দা— সে সময়ে সবেতেই মুগ্ধতা ছড়িয়েছেন রাজেশ। বলিউডের সেই তারকাকেই কিনা পরামর্শ দিতে গিয়েছিলেন ডিম্পল কপাড়িয়া। আর তাতেই নাকি ঘটে বিপত্তি। সে দিনই ডিম্পলের মনে আশঙ্কা জন্মায়, তাঁদের সম্পর্ক হয়তো বেশিদিন টিকবে না।

Advertisement

ডিম্পল তখন ষোড়শী। রাজেশের প্রেমে পড়েন খুব অল্প বয়সে। অল্প সময়ের প্রেমপর্ব সেরে সোজাসুজি ছাদনাতলায় যান ডিম্পল। রাজেশের সঙ্গে দীর্ঘ দাম্পত্যজীবনে একাধিক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ডিম্পল। যদিও সে সবের নাকি গোড়াপত্তন হয় ‘জয় শিব শঙ্কর’ ছবির শুটিংয়ের সময়।

এস এ চন্দ্রশেখরের পরিচালনায় ‘জয় শিব শঙ্কর’ ছবির কাজ চলছিল। সালটা ১৯৯০। রাজেশ তখন বেশ অসুস্থ। সে অবস্থাতেই রাজেশকে মিডিয়ার সামনে আসতে হবে। হোটেলের বারান্দায় এসে সকলকে হাত নাড়তে হবে। ডিম্পল বলেন, ‘‘ওই ছবির শুটিংয়ের সময় এক বার বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন কাকাজি (রাজেশের ডাকনাম)। সে সময় ওঁকে দিনে এক বার ব্যালকনিতে এসে মিডিয়ার লোকজনের দিকে হাত নাড়তে হত। ওঁর হাতে একটা শাল আর রোদচশমা দিয়ে নরম স্বরে বলেছিলাম, ‘কাকাজি, বাইরে গিয়ে সোজাসুজি তাকিও না। তোমাকে সাইড প্রোফাইলে ভাল দেখায়।’ ব্যস! তাতেই নাকি চটে লাল রাজেশ। সটান ঘুরে ডিম্পলকে নাকি বলেছিলেন, ‘‘এখন তুমি আমাকে শেখাবে?’’ ডিম্পল বলে চলেন, ‘‘ভয়ে এত সিঁটিয়ে গিয়েছিলাম, হাত জোড় করে ক্ষমা চেয়েছিলাম।’’ ডিম্পলের মতে, ওই একটা কথাই যেন তাঁদের দাম্পত্যে ক্ষমতার জায়গাটা স্পষ্ট করে দেয়।

Advertisement
আরও পড়ুন