Raj-Subhashree

জন্মদিনেও স্কুল, ইউভানের প্রিয় কোন চরিত্রের সাজে অনুষ্ঠানের আয়োজন করেছেন রাজ-শুভশ্রী?

১২ সেপ্টেম্বর রাজ এবং শুভশ্রীর ছেলে ইউভানের জন্মদিন। বিশেষ দিনে অনেক কিছু পরিকল্পনা করেছেন তাঁরা। তবে তার ফাঁকেও কাজ বন্ধ নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১১
ছেলের জন্মদিনে কী বিশেষ পরিকল্পনা রাজ-শুভশ্রীর?

ছেলের জন্মদিনে কী বিশেষ পরিকল্পনা রাজ-শুভশ্রীর? ছবি: সংগৃহীত।

চক্রবর্তী পরিবারে সকাল থেকে ব্যস্ততা। বাড়ির দস্যির জন্মদিন যে। ১২ সেপ্টেম্বর পাঁচ বছরে পা দিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী। ঘুম থেকে উঠেই ছেলের উত্তেজনা টের পেয়েছেন তারকাদম্পতি। দাদাকে আধো আধো বুলিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তার দেড় বছরের বোন ইয়ালিনি চক্রবর্তী।

Advertisement

ইচ্ছা থাকলেও ছেলের জন্মদিনে ছুটি পাননি বাবা রাজ। সকালে শুটিং, তার পর ব্যারাকপুরে যেতে হবে। তবে বিকেলবেলা ইউভানের বন্ধুদের নিয়ে একটা বিশেষ পার্টির আয়োজন করেছেন তাঁরা। এই বছর ইউভানের জন্মদিনের থিম হল ‘সোনিক’। অ্যাভেঞ্জার ইউভানের খুব প্রিয়। ছেলের সব পছন্দের জিনিস দিয়ে দিনটা সাজানোর চেষ্টা করছেন তাঁরা।

পিতৃত্বের পাঁচ বছরে রাজ জানালেন, আগে শুধুই নিজের কাজ নিয়ে ভাবতেন। ইউভান আসার পরে তাঁর জীবনের মানে বদলে গিয়েছে। ভাবনাচিন্তার পরিসর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রাজ যোগ করেন, “সকালবেলা সে স্কুলে গিয়েছে। ও স্কুলে যেতে খুব ভালবাসে। তাই জন্মদিনেও সে সকাল থেকে তৈরি স্কুলে যাওয়ার জন্য। বন্ধুদের জন্য বেশ কিছু উপহারও নিয়ে গিয়েছে।”

তবে বাবা রাজের একটাই চিন্তা, ছেলে কিছু খেতে চায় না। তিনি বলেন, “ওর কাছে খাওয়া মানে সময় নষ্ট। আজ ঘুম থেকে উঠে সকাল থেকে বলছে, ‘আমার আজ জন্মদিন, আমার আজ জন্মদিন’। এটাই করে যাচ্ছে। মাখানা, কলা এই সব খায়। আর মাছভাজা খেতে ভালবাসে।” ইয়ালিনিও দাদার জন্মদিনে সকাল থেকে উত্তেজিত। রাতে সবাই মিলে একসঙ্গে বড় পার্টির আয়োজন করেছেন রাজ এবং শুভশ্রী।

Advertisement
আরও পড়ুন