Srijit Mukherji Health Issue

শ্বাসকষ্ট, একটানা মাথাঘোরা, শরীরে অস্বস্তি! অসুস্থ সৃজিত মুখোপাধ্যায় ভর্তি হাসপাতালে

সকাল থেকেই নানা ডাক্তারি পরীক্ষা চলছে পরিচালকের। চিকিৎসকেরা জানিয়েছেন, ফলাফল এলে জানা যাবে, কী হয়েছে সৃজিতের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১০:০৮
অসুস্থ সৃজিত মুখোপাধ্যায় হাসপাতালে।

অসুস্থ সৃজিত মুখোপাধ্যায় হাসপাতালে। ছবি: সংগৃহীত।

হাসপাতালে সৃজিত মুখোপাধ্যায়। গত রাতে শরীরে অস্বস্তি বোধ করায় তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। খবর, মাথা ঘোরার পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিচালকের। শনিবার সকাল থেকে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঠিক কী হয়েছে এখনও জানা যায়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, সমস্ত পরীক্ষার ফলাফল হাতে না পেলে বলা যাবে না, পরিচালকের কী হয়েছে! অথবা তাঁকে ক’দিন হাসপাতালে থাকতে হবে। পাশাপাশি, তাঁর পুরনো কোনও সমস্যা আছে কি না সেটাও দেখবেন তাঁরা। তবে পরিচালকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

Advertisement

সৃজিতের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই উদ্বিগ্ন অনুরাগীমহল। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করে ইতিমধ্যেই সমাজমাধ্যমে বার্তা ছড়িয়ে পড়েছে। পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েলে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুর অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত। ছবিটি দেখতে দর্শক ভিড় জমাচ্ছেন প্রেক্ষাগৃহে।

সৃজিতের কাঁধে একাধিক ছবি, সিরিজ় তৈরির দায়িত্ব। শুক্রবারই তিনি জানিয়েছেন তাঁর পরবর্তী ছবি রানা সরকার প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। ২০২০ সালে ছবির কথা যৌথ ভাবে প্রথম ঘোষণা করেছিলেন প্রযোজক-পরিচালক। নানা কারণে সেই ছবির কাজ শুরু হতে চলেছে এ বছর। নামভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement
আরও পড়ুন