Sydney Bondi Beach Attack

‘ভারতে কোনও অপরাধের ইতিহাস নেই’, গত ২৭ বছরে মাত্র ছ’বার দেশে এসেছিলেন সিডনির গণঘাতক সাজিদ

গত রবিবার দুপুরে বন্ডাই সৈকতে সিডনির ইহুদি গোষ্ঠীর হনুক্কাহ্‌ উৎসবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়েছিলেন সাজিদ। সঙ্গে ছিলেন তাঁর পুত্র নবিদ। মঙ্গলবার তাঁর ভারতীয় পরিচয় নিয়ে শোরগোল শুরু হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৯:১৯
No adverse records of Sajid Akram before his India departure, said Telangana Police

(বাঁ দিকে) নবিদ আক্রম এবং সাজিদ আক্রম (ডান দিকে)। —ফাইল ছবি।

ভারতে থাকাকালীন কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে গুলিকাণ্ডে আততায়ী সাজিদ আক্রম! ১৯৯৮ সালে ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন তিনি। তবে দেশ ছাড়ার পর থেকে ভারতে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ প্রায় ছিলই না। গত ২৭ বছরে মাত্র ছ’বার ভারতে এসেছিলেন সাজিদ! এমনই জানিয়েছে তেলঙ্গানা পুলিশ।

Advertisement

গত রবিবার দুপুরে বন্ডাই সৈকতে সিডনির ইহুদি গোষ্ঠীর হনুক্কাহ্‌ উৎসবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়েছিলেন সাজিদ। সঙ্গে ছিলেন তাঁর পুত্র নবিদ। এলোপাথাড়ি গুলি চালান তাঁরা। মাত্র ১০ মিনিটের সেই হামলায় ১৫ জনের মৃত্যু হয়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজিদের। হাসপাতালে চিকিৎসাধীন তাঁর পুত্র। ঘটনার পর থেকেই দু’জনের পরিচয় নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়। প্রথমে জানা যায়, তাঁরা পাকিস্তানের নাগরিক। তবে মঙ্গলবার তদন্তকারীরা জানতে পারেন, সিডনিতে যাওয়ার আগে গত মাসে ফিলিপিন্স ভ্রমণে গিয়েছিলেন সাজিদ ও তাঁর পুত্র। তা-ও আবার ভারতীয় পাসপোর্টে! এর পরেই শুরু হয় জল্পনা, তবে কি ভারতীয় নাগরিক ছিলেন তাঁরা? এ ব্যাপারে সিলমোহর দেয় তেলঙ্গানা পুলিশ। তারা জানায়, সাজিদের জন্ম, পড়াশোনা— সবই ভারতে। তবে চাকরির সন্ধানে ১৯৯৮ সালে ভারত ছেড়ে পাড়ি দেন অস্ট্রেলিয়া।

তেলঙ্গানা পুলিশের ডিজি জানিয়েছেন, সাজিদের পরিবার তেলঙ্গানার হায়দরাবাদে থাকে। তবে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর আর পাকাপাকি ভাবে ভারতে ফিরে আসার কোনও ইচ্ছা ছিল না সাজিদের। অস্ট্রেলিয়ায় স্থায়ী ভাবে বসবাস শুরু করেন তিনি। ভারতে তাঁর আত্মীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিজি বলেন, ‘‘গত ২৭ বছর ধরে হায়দরাবাদে পরিবারের সঙ্গে সাজিদের যোগাযোগ সীমিত ছিল। অস্ট্রেলিয়া যাওয়ার পর মাত্র ছ’বার ভারতে এসেছিলেন তিনি।’’ সাজিদের ভারতে আসার মূল কারণই ছিল সম্পত্তি সংক্রান্ত। এমনকি তাঁর বাবার মৃত্যুর পরও বাড়ি আসেননি তিনি।

তেলঙ্গানার ডিজি জানিয়েছেন, সাজিদের উগ্র মানসিকতা সম্পর্কে হায়দরাবাদে তাঁর পরিবারের কোনও ধারণা ছিল না। কেন তিনি সন্ত্রাসবাদী কাজে লিপ্ত হলেন, তা সম্পর্কে পরিবার ধাঁধায়।

গত তিন দশক ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করা সত্ত্বেও ভারতীয় নাগরিকত্ব ছাড়েননি সাজিদ। অস্ট্রেলিয়ায় থাকাকালীন ভেনেরা গ্রোসো নামে ইটালির এক মহিলাকে বিয়ে করেন তিনি। স্ত্রী ধর্মে খ্রিস্টান হওয়ায় সেই থেকেই সাজিদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেয় তাঁর পরিবার। তবে ২০২২ সালে ব্যক্তিগত কাজে ভারতে এক বার এসেছিলেন সাজিদ। সেই শেষ। আর তিনি ভারতে আসেননি।

তেলঙ্গানা পুলিশ এ-ও জানিয়েছে, এই ঘটনার তদন্তে প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা বা তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতেও প্রস্তুত। পাশাপাশি, ভুয়ো খবর বা তথ্যের ফাঁদে সাধারণ মানুষকে না-পড়ার অনুরোধ করেছে পুলিশ। কোনও তথ্য যাচাই না-করে তা ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন