Nirav Modi

লন্ডনের কোর্টে পিছিয়ে গেল নীরব মোদীর আবেদনের শুনানি, প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করেছিলেন হিরে ব্যবসায়ী

সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র একটি দল মঙ্গলবারের শুনানিতে উপস্থিত থাকতে লন্ডনে গিয়েছিল। কেন নীরবের আর্জি খারিজ করা উচিত, সেই নিয়ে নথিও জমা করে তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ২৩:১৮
নীরব মোদী।

নীরব মোদী। — ফাইল চিত্র।

লন্ডনের আদালতে পিছিয়ে গেল পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর আবেদনের শুনানি। সূত্রের খবর, ২০২৬ সালের মার্চ নাগাদ সেই শুনানি হতে পারে। ঋণখেলাপী নীরবকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল ব্রিটেনের আদালত। তার বিরুদ্ধে মামলা করেছিলেন নীরব। মঙ্গলবার হওয়ার কথা ছিল প্রথম শুনানি।

Advertisement

সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র একটি দল মঙ্গলবারের শুনানিতে উপস্থিত থাকতে লন্ডনে গিয়েছিল। কেন নীরবের আর্জি খারিজ করা উচিত, সেই নিয়ে নথিও জমা করে তারা। তার জবাব দেওয়ার জন্য হিরে ব্যবসায়ীর আইনজীবীদের জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে লন্ডনেক কোর্ট। এই মামলায় যে আইনজীবীরা ভারতের হয়ে সওয়াল করছেন, তাঁদের সঙ্গেও কথা বলেছে তদন্তকারীদের দলটি।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ব্রিটেনকে জানিয়েছে, ভারতে এসে কেবল বিচারের সম্মুখীন হতে হবে নীরবকে। তাঁকে কোনও তদন্তকারী সংস্থা জেরা করবে না বা হেফাজতে নেবে না।

২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা ঋণখেলাপের মামলায় অভিযুক্ত হন হিরে ব্যবসায়ী নীরব। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছেড়ে পালিয়েছিলেন। ইডি তাঁকে ‘পলাতক’ ঘোষণা করে। ২০১৯ সালে ব্রিটেনে গ্রেফতার করা হয় নীরবকে। সেই থেকে তিনি লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় এক জেলে বন্দি রয়েছেন।

Advertisement
আরও পড়ুন