New bengali serial

‘দাদামণি’ ধারাবাহিকে প্রতীকের নায়িকা অনুষ্কা! জানেন, টলিউডের কোন নায়কের প্রেমিকা তিনি?

টলিপাড়ায় তাঁদের প্রেমের খবর জানেন না এমন কেউ নেই। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। ‘দাদামণি’ ধারাবাহিকের নায়িকা অনুষ্কা চক্রবর্তীর প্রেমিক কে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৮:১৮
Do you know Prateek Sen’s new serial Heroin in love with popular Bengali actor

জ়ি বাংলার নতুন ধারাবাহিক ‘দাদামণি’-তে নায়িকার চরিত্রে (বাঁ দিকে) অনুষ্কা চক্রবর্তী এবং নায়কের চরিত্রে দেখা যাবে প্রতীক সেনকে (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ঝাঁ চকচকে সেট। সুঠাম চেহারার নায়ক উঠে আসছে জল থেকে। সবাই তাকিয়ে আছে তার দিকে। দক্ষিণী ছবির আদলে তৈরি হয়েছে ‘দাদামণি’ ধারাবাহিকের প্রচার ঝলক। এ কথা অনেকেই বলছেন। শুটিং শুরু হবে কিছু দিনের মধ্যে। এই ধারাবাহিকে নায়ক হিসাবে দেখা যাবে অভিনেতা প্রতীক সেনকে। আর নায়িকা অনুষ্কা চক্রবর্তীকে। নায়ককে এক ঝলক দেখে ফেললেও নায়িকার দেখা এখনও পাওয়া যায়নি। প্রথম বার ধারাবাহিকে নায়িকা হিসাবে দেখা যাবে তাঁকে। এখনও চ্যানেলের তরফে যদিও কিছু ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, শীঘ্রই শুটিং শুর করবেন অনুষ্কা। জানেন কি টলিপা়ড়ার কোন নায়কের মনের মানুষ তিনি?

Advertisement
Do you know Prateek Sen’s new serial Heroin in love with popular Bengali actor

অভিনেতা অনুভব কাঞ্জিলাল। ছবি: সংগৃহীত।

সম্পর্ক নিয়ে তাঁদের কোনও লুকোছাপা নেই। শহরের বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত ধরে তাঁদের দেখতে পাওয়া যায়। অনুষ্কার মনের মানুষ হলেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল। তিনিও টলিপাড়ায় পরিচিত মুখ। বড় পর্দা দিয়ে তাঁর যাত্রা শুরু। তার পর ধারাবাহিকেও অভিনয় করেছেন। অনুষ্কা এবং অনুভবের অনেক দিনের পরিচয়। তখন অবশ্য প্রেমের সম্পর্ক ছিল না তাঁদের মধ্যে। যে কোনও প্রেম বন্ধুত্ব থেকেই শুরু হয়। অনুভব-অনুষ্কার ক্ষেত্রেও অন্যথা হয়নি। তাঁদের প্রথম দেখা অনুষ্কার ছবি ‘হীরালাল’-এর প্রিমিয়ারে। সেখান থেকে কথা শুরু। তখন দু’জনের কেউই ভাবেননি সম্পর্কটা এত দূর গড়াবে। অনুভবের জন্ম এবং বেড়ে ওঠা দিল্লিতে। অন্য দিকে অনুষ্কা আদ্যোপান্ত কলকাতার মেয়ে। প্রেম হয়ে যাবে যে তাঁরা কেউই বুঝতে পারেননি । তবে এখন দুজনেই খুব খুশি।

Advertisement
আরও পড়ুন