Premanand Ji Maharaj

১০ হাজার বার ‘রাধা’ নাম জপ করতে হবে! অসুস্থ প্রেমানন্দ মহারাজ কোন পরামর্শ দিলেন এলবিশ ও পারসকে?

এলবিশের বৃন্দাবন ভ্রমণ থেকে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রেমানন্দের সঙ্গে কথা বলছেন এলবিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৮:০৪
প্রেমানন্দকে নিয়ে কী বললেন এলবিশ ও পারস?

প্রেমানন্দকে নিয়ে কী বললেন এলবিশ ও পারস? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফুলে উঠেছে মুখ, চোখ লাল। সম্প্রতি একটি ভিডিয়োয় এই ভাবেই দেখা গিয়েছে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজকে। এই ভাবে তাঁকে দেখে শিউরে উঠেছেন তাঁর অনুরাগীরা। ঠিক কী হয়েছে তাঁর? জানালেন ‘বিগ বস্‌’ খ্যাত অভিনেতা পারস ছাবড়া ও নেটপ্রভাবী এলবিশ যাদব।

Advertisement

গত কয়েক বছর ধরেই বৃক্কের অসুখে ভুগছেন প্রেমানন্দ মহারাজ। নিয়মিত ডায়ালিসিস নিতে হয় তাঁকে। তাই চোখ-মুখ ফোলা অবস্থায় তাঁকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। সম্প্রতি পারস তাঁর সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানান, তিনি নিজে আধ্যাত্মিক গুরুর সঙ্গে দেখা করেছেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

এলবিশ যাদবও বৃন্দাবনে দেখতে গিয়েছিলেন প্রেমানন্দকে। সেখানে গিয়ে আধ্যাত্মিক গুরুর আরোগ্য প্রার্থনা করেছেন তিনি। পাশাপাশি এলবিশ প্রতিজ্ঞা করেছেন, প্রতিদিন ১০ হাজার বার ‘রাধা’ নাম জপ করবেন তিনি। এলবিশের বৃন্দাবন ভ্রমণ থেকে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রেমানন্দের সঙ্গে কথা বলছেন এলবিশ। তখনই আধ্যাত্মিক গুরু জানতে চান, যে এলবিশ নিয়মিত রাধানাম জপ করছেন কি না। তখন তিনি জানান, নিয়মিত নাম জপ করছেন না। এই শুনে প্রেমানন্দ পরামর্শ দেন, “আজ তুমি সফল, কারণ অতীতে তুমি ভাল কাজ করেছিলে। তাই এখন ঈশ্বরের নাম জপ করা শুরু করো। নিয়মিত ১০ হাজার বার রাধার নাম জপ করো।” প্রেমানন্দের পরামর্শ মেনে নেন এলবিশ।

উল্লেখ্য, পারস একসময় অবসাদে ভুগছিলেন। তখন প্রেমানন্দের শরণাপন্ন হয়েছিলেন তিনি। নিয়মিত আধ্যাত্মিক গুরুর পরামর্শ শুনে তাঁর লাভ হয়েছে বলে জানান অভিনেতা।

Advertisement
আরও পড়ুন