(বাঁ দিক থেকে) এলভিশ যাদব, লিয়োনেল মেসি, জন্নত জুবের। ছবি: সংগৃহীত।
ফুটবলতারকা মেসির সঙ্গে ছবি তোলার হিড়িক। কলকাতা, হায়দরাবাদের পরে মুম্বই। তার পরে দিল্লি ঘুরে নিজের দেশে ফিরবেন তারকা। কলকাতায় বিশৃঙ্খল পরিস্থিতির চিত্র সকলের দেখা। মুম্বইয়ের তাবড় তারকারাও লাইন দিয়ে মেসির সঙ্গে ছবি তোলেন। সেখান থেকে দিল্লি যেতে মেসির বিমান দেরি করল! দোষের ভাগীদার হলেন টিভিতারকা এলভিশ যাদব ও জন্নত জুবের রহমানি। কেন?
মেসির সঙ্গে ছবি তোলা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একই রকম কটাক্ষের মুখে পড়েন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফডণবীস। করিনা থেকে শিল্পা, অজয়, শাহিদ, অর্পিতা খান সকলেই চান একটা ছবি। সোমবার মেসি দিল্লি সফরে। তার আগে মেসির সঙ্গে সমাজমাধ্যমে ছবি ভাগ করে নিলেন হাজতবাস করা এলভিশ ও নেটপ্রভাবী তথা অভিনেত্রী জন্নত। তাঁরা সমাজমাধ্যমে ছবি দিতেই কেউ কেউ সমালোচনা করে বলেছেন, এই কারণে মেসির বিমান ধরতে দেরি হয়েছে।
সত্যিই কি এই কারণে দিল্লিতে পৌঁছোতে দেরি হয়েছে তারকার? যে সময়ে দিল্লিতে মেসির বিমানের অবতরণ হওয়ার কথা ছিল, তার থেকে অনেকটাই দেরি হয়। কারণ, দিল্লির দূষণ। দূষণের কারণে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় বিমান চলাচলে সমস্যা দেখা যায়। সেই কারণেই দেরি। এলভিশ ও জন্নতের সঙ্গে মেসির ছবি দেখে অনেকের মত, তা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
তবে জন্নত ও এলভিশ তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসির সঙ্গে ছবি তুলতে পেরে। দিল্লি থেকে বাড়ি ফিরে যাবেন মেসি। তবে শোনা যাচ্ছে, তিনি দিল্লি সফর শেষ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে।