Esha Deol

প্রাক্তন স্বামী প্রেমিকা পেলেন, পিছিয়ে থাকতে নারাজ ঈশা! প্রেম নিয়ে কী বললেন হেমা-কন্যা?

অতীত ভুলে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঈশার প্রাক্তন স্বামী, এমনটাই গুঞ্জন। এ বার কি ঈশাও প্রাক্তন স্বামীর দেখানো পথেই হাঁটবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৭
ঈশা দেওল।

ঈশা দেওল। ছবি: সংগৃহীত।

গত বছর ভরত তখতানীর সঙ্গে ১২ বছরের দাম্পত্যে ইতি টানেন ঈশা দেওল। এক যুগের যৌথযাপনে দু’জনে ভাল নেই, তেমন কোনও ইঙ্গিত তার আগে প্রকাশ্যে আসেনি। তবে অতীত ভুলে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঈশার প্রাক্তন স্বামী, এমনটাই গুঞ্জন। এ বার কি প্রাক্তন স্বামীর দেখানো পথেই হাঁটবেন ঈশা?

Advertisement

অভিনেত্রীর স্বামী নাকি ২০১৮ সাল থেকে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। যার ফল, বিচ্ছেদ। ঈশার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ভরত প্রেমিকার সঙ্গে থাকতে শুরু করে দেন বলে খবর। সম্প্রতি ভরত সেই সম্পর্কে সিলমোহর দিলেন। ভরতের প্রেমিকা, মেঘনা লখানী বেঙ্গালুরুর বাসিন্দা। ইউরোপে ঘুরতে গিয়ে প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে ভরত লেখেন, ‘‘আমার পরিবারে তোমাকে স্বাগত, ইট্‌স অফিসিয়াল।’’

অনেকেই ভেবেছিলেন মনের দরজায় হয়তো খিল দেবেন ঈশা। যদিও তিনি হয়তো সে পথে হাঁটবেন না। প্রেমে পড়ার মতো ভাল কোনও অনুভূতি যে হয় না, সে কথাই সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী। বিবাহবিচ্ছেদের পর পরই ঈশা এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি সব সময় ভালবাসায় আস্থা রেখেছি। ভালবাসার মতো ভাল অনুভূতি এই পৃথিবীতে আর নেই। তাই মানুষের প্রেমে পড়া উচিত।’’ যদিও ঈশা একটা বিষয় পরিষ্কার করেন, এই মুহূর্তে তিনি কারও প্রেমে পড়েননি, মনের মানুষ কেউ নেই এখন। বরং দুই মেয়েকে মানুষ করতেই ব্যস্ত তিনি। যদিও সন্তানের অভিভাবকত্বের বিষয়ে প্রাক্তন স্বামী ভরতও পাশে রয়েছেন ঈশার।

Advertisement
আরও পড়ুন