Chirodini Tumi Je Amar

নতুন নায়িকা আসার পরে এসেছে টিআরপি নম্বর, বিপদ কাটল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের?

গত এক মাসে ঝড় বয়ে গিয়েছে টেলিপাড়ায়। দিতিপ্রিয়া রায় ধারাবাহিক থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ার পরে নায়িকা ছাড়াই হয়েছে ধারাবাহিকের শুটিং। এত কিছুর পরেও ভাল ফল এসেছে টিআরপি তালিকায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৫
টিআরপি আসার পরে ‘চিরদিনই তুমি যে আমার’ শুটিংয়ের পরিবেশ কেমন?

টিআরপি আসার পরে ‘চিরদিনই তুমি যে আমার’ শুটিংয়ের পরিবেশ কেমন? ছবি: সংগৃহীত।

অনেক ডামাডোলের মধ্যে দিয়ে গত কয়েক সপ্তাহ শুটিং চলল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের। প্রথমে নায়ক-নায়িকার সমস্যা, তার পর নায়ক ছাড়া দু’দিনের শুটিং। তার পর নায়িকার ধারাবাহিক ছে়ড়ে যাওয়া। ফলে নায়িকা ছাড়াই ধারাবাহিকের শুটিং হয়েছে। এত কিছুর পরেও টিআরপি তালিকায় ভাল ফল করেছে এই কাহিনি। নতুন সপ্তাহের টিআরপি আসার পরে সেটের পরিবেশ কেমন?

Advertisement

‘অপর্ণা’ হিসাবে দর্শক এখন দেখছে শিরিন পালকে। মঞ্চে অভিনয় থেকে তাঁর উত্থান। নতুন নায়িকার আগমনের পরে এই প্রথম টিআরপি নম্বর এল। এখন সেটের সবার কেমন প্রতিক্রিয়া? এ প্রসঙ্গে, অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী ওরফে ধারাবাহিকের কিঙ্কর বলেন, “ধারাবাহিক তো নায়িকা ছাড়া ভাল ফল করেছিল। কিন্তু আর্য-অপর্ণার রোমান্স দেখার অপেক্ষায় ছিল দর্শক। যেটা এখন দেখা যাচ্ছে। তাই আরও বেশি আলোচনা হচ্ছে। দর্শকের যে ভাল লাগছে তার প্রমাণ পাওয়া গিয়েছে টিআরপি তালিকায়।”

নতুন ‘অপর্ণা’ আসার পরে সন্তু চরিত্রকেও নতুন করে দেখা যাচ্ছে। অভিনেতা তন্ময় মজুমদারের কথায়, “সেটে এখন আলাদা উদ্দীপনা। সবাই মনের আনন্দে শুটিং করছে। টিআরপি তালিকায় বরাবরই প্রথম পাঁচে ছিলাম আমরা। এ বার মনে হচ্ছে ‘বেঙ্গল টপার’ও হয়ে যাব।” দিতিপ্রিয়া রায় সরে যাওয়ার পরে ঝাড়গ্রামের মেয়ে শিরিনকে বেছে নেওয়া হয়েছে ধারাবাহিকের নায়িকা হিসাবে। নতুন প্রোমোয় দেখানো হচ্ছে, আর্য-অপর্ণার গভীর প্রেম। এ বার নায়ক-নায়িকার বিয়ের অনুষ্ঠান দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement
আরও পড়ুন