Deepika Padukone

দীপিকার কণ্ঠস্বর কানে লাগত ফরাহ খানের! নবাগত নায়িকার ভিডিয়ো দেখার সময় কোন পন্থা নেন!

দীপিকার কণ্ঠস্বর নাকি কানে লাগত ফরাহের! অভিনেত্রী ‘ওম শান্তি ওম’-এর অডিশনের সময় আওয়াজ একেবারে বন্ধ করে ভিডিয়ো দেখতেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৬:৪৮
দীপিকার কণ্ঠস্বর কেন অপছন্দ ফরাহের!

দীপিকার কণ্ঠস্বর কেন অপছন্দ ফরাহের! ছবি: সংগৃহীত।

২০০৭ সালে বলিউডের অন্যতম বাণিজ্যসফল ছবি ‘ওম শান্তি ওম’। নৃত্যশিল্পী-পরিচালক ফরাহ খান পরিচালিত এই সিনেমা এখনও দর্শকের মনে থেকে গিয়েছে। এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ দীপিকা পাড়ুকোনের। প্রথম ছবিতে দীপিকার অভিনয় প্রশংসিতও হয়েছিল। যদিও দীপিকার কণ্ঠস্বর নাকি কানে লাগত ফরাহের। অভিনেত্রীর অডিশনের সময় আওয়াজ একেবারে বন্ধ করে ভিডিয়ো দেখতেন।

Advertisement

সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এসে ফরাহ জানান, দীপিকাকে পর্দায় দেখতে দারুণ লাগে। যদিও অভিনেত্রীর কণ্ঠস্বর কানে লাগে। ফরাহ বলেন, ‘‘দীপিকার মুখে একটা মাধুর্য রয়েছে। অনেকটা হেমাজির সঙ্গে মিল রয়েছে। সেই কারণেই ছবিতে ড্রিমি গার্ল বলে পরিচয় দেওয়া হয়। কিন্তু দীপিকার কণ্ঠস্বর খুব খারাপ ছিল সেই সময়। তার উপর উচ্চারণে কর্নাটকের টান, একেবারে দক্ষিণ ভারতীয় উচ্চারণ। সে যা-ই হোক, ছবিতে ওকে নেব, সেটা ভেবেই নিয়েছিলাম। কিন্তু শুটিংয়ের ভিডিয়োগুলো আমি আওয়াজ বন্ধ করে দেখতাম।’’ একাধিক বার দীপিকাকে তাঁর কণ্ঠস্বর থেকে উচ্চারণের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে।

মাস কয়েক আগে সেই দীপিকাই একাধিক দেশে মেটা এআই-এর কণ্ঠ হয়েছেন। সেই প্রসঙ্গে দীপিকা বলেন, “সত্যিই বিষয়টি বেশ মজার! কারণ আমি অভিনয়জগতে আসার পরে আমার কণ্ঠস্বর নিয়ে বহু মশকরা হয়েছে। আর এখন হঠাৎ আমি মেটা এআই-এর কণ্ঠ। খুব অদ্ভুত!”

Advertisement
আরও পড়ুন