Farah khan

স্বামী আট বছরের ছোট, বৌমা শ্বশুরবাড়ি যেতেই কোন অভিযোগ করলেন ফারহার শাশুড়ি?

আট বছরের ছোট শিরীষ কুন্দেরকে বিয়ে করে অনেক কথা শুনেছেন ফারহা। এ বার ফারহাকে নিয়ে কোন অভিযোগের কথা জানালেন নৃত্যগুরুর শাশু়ড়ি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২০:৩৪
Farah Khan mother-in-law has a complains she that touched her feet twice in her life

বৌমা হিসেবে কেমন ফারহা? ছবি: সংগৃহীত।

২০ বছরের দাম্পত্য জীবন ফারহা খান ও তাঁর স্বামী শিরীষ কুন্দেরের। ২০০৪ সালে ৪ ডিসেম্বর ‘ম্যায় হুঁ না’ ছবির সম্পাদক শিরীষকে বিয়ে করেন ফারহা। কৃত্রিম প্রজননের সাহায্য নিয়ে তাঁরা একসঙ্গে তিন সন্তানের অভিভাবক হন ২০০৮ সালে। আট বছরের ছোট শিরীষকে বিয়ে করে অনেক কথা শুনতে হয়েছে ফারহাকে। এ বার ফারহাকে নিয়ে অভিযোগের কথা জানালেন তাঁর শাশুড়ি।

Advertisement

বিয়ের পর পরই ফারহা খান জানিয়েছিলেন, তাঁর শাশুড়ি তুলু সম্প্রদায়ের। তাই মা ও ছেলে একসঙ্গে থাকলেই সেই ভাষায় কথা বলেন, যা ফারহা এখনও আয়ত্তে আনতে পারেননি। সম্প্রতি নিজে ভ্লগিং শুরু করেছেন ফারহা। মুম্বইয়ের সব তারকার বাড়িতে ঘুরে ঘুরে তাঁদের অন্দরমহল দেখান বলিউডের এই নৃত্যগুরু।

এ বার শাশুড়ির বাড়িতে যেতেই বৌমা প্রসঙ্গে শাশুড়ি বলেন, ‘‘এত বছর বিয়ে হয়েছে। মাত্র দু’বার আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছ।’’ তাতেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ফারহা বলেন, ‘‘ক্যামেরা সামনে থাকলে এ সব করতে হয়।’’ যদিও ফারহা পরে জানান, তিনি তাঁর শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল। কারণ, এই একজন মা-ই বেঁচে আছেন। কারণ, বেশ কয়েক বছর আগে ফারহা নিজের মাকে হারান। তার পর থেকে শাশুড়িকে মায়ের জায়গা দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন