Karan Johar

বিয়েবাড়িতে গিয়ে খাবার ছুঁয়েও দেখেন না কর্ণ জোহর! নিমন্ত্রণ পেয়েও কেন খান না পরিচালক?

সম্প্রতি কৃতি খরবন্দা ও পুলকিত সম্রাটের সঙ্গে এক আলোচনাপর্বে বিয়ে নিয়ে কথা বলেন কর্ণ। তখনই নিজের বিষয়ে এই ‘বিস্ফোরক’ তথ্য জানান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৫
কখনওই বিয়েবাড়িতে খান না কর্ণ।

কখনওই বিয়েবাড়িতে খান না কর্ণ। ছবি: সংগৃহীত।

চলছে বিয়ের মরসুম। সাজগোজ, গয়নাগাটি ছাড়াও নানা রকমের সুস্বাদু খাবার এই সময়ের বিশেষ আকর্ষণ। বিয়েবাড়িতে নিমন্ত্রণ পেলে পেটপুজো এবং সেই সঙ্গে ডায়েট ভঙ্গ হবেই। খাদ্যরসিক মানুষ অন্তত তেমনই মনে করেন। কিন্তু কর্ণ জোহর একেবারে উল্টো পথের পথিক। তিনি নাকি আজ পর্যন্ত কোনও বিয়েবাড়িতে গিয়ে খাননি।

Advertisement

সম্প্রতি কৃতি খরবন্দা ও পুলকিত সম্রাটের সঙ্গে এক আলোচনাপর্বে বিয়ে নিয়ে কথা বলেন কর্ণ। তখনই নিজের বিষয়ে এই ‘বিস্ফোরক’ তথ্য জানান তিনি। কর্ণ প্রশ্ন করেছিলেন, কৃতি ও পুলকিতের বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি ছিল? দু’বার না ভেবে তাঁরা উত্তর দেন, “ভাল ও সুস্বাদু খাবার।”

বিয়েবাড়ির খাওয়াদাওয়া নিয়ে আলোচনা চলতে থাকে। মানুষ বিয়েবাড়িতে অন্তত দু'টি পদ ভাল করে খান। কিন্তু ঘুরে ঘুরে সব খাবার দেখে। কর্ণ বলেছেন, “বিয়ের অনুষ্ঠানে আমি কখনও খাবার খাইনি। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় খাবারের জন্য। আমার খুব অস্বস্তি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট হাতে খাবার খেতে। তাই আমি কখনওই বিয়েবাড়িতে খাই না।” এই শুনে অবাক হয়ে যান কৃতি ও পুলকিত।

কিছু দিন আগেই শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা গিয়েছিল কর্ণকে। নিজের ছবিতেও বিয়ে বিষয়টিকে এক অন্য রূপ দেন বলিউড পরিচালক। তাঁর ছবিতে বিয়ের দৃশ্য মানেই, জমকালো রঙিন পোশাক, আবেগঘন মুহূর্ত ও নাটকীয়তা। কিন্তু বাস্তবে বিয়ের অনুষ্ঠানে তিনি খাবার খান না শুনে অবাক তাঁর অনুরাগীরাও।

Advertisement
আরও পড়ুন