Govinda-Sunita Ahuja divorce speculation

‘গভীর ষড়যন্ত্র হচ্ছে, সুনীতাকেও ব্যবহার করা হচ্ছে’, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন গোবিন্দ

গত কয়েক বছর ধরে গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে। যদিও গোবিন্দের স্ত্রীর দাবি, তাঁরা একসঙ্গেই আছেন। অবশেষে মুখ খুলেছেন অভিনেতা নিজে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৯:২৮
সুনীতাকে নিয়ে কী বললেন গোবিন্দ?

সুনীতাকে নিয়ে কী বললেন গোবিন্দ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিবাহবিচ্ছেদের জল্পনায় অবশেষে নীরবতা ভাঙলেন গোবিন্দ। দাবি করলেন, তাঁর বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে। গত কয়েক বছর ধরে গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে। যদিও গোবিন্দের স্ত্রীর দাবি, তাঁরা একসঙ্গেই আছেন। কিন্তু বিবাহবহির্ভূত সম্পর্কের খবর সত্যি হলে, তিনি ছেড়ে কথা বলবেন না। এমন নানা বিতর্কের মাঝে অবশেষে মুখ খুলেছেন অভিনেতা নিজে।

Advertisement

নীরব থাকার অর্থকে অনেকে দুর্বলতা ভেবে ভুল করছে। তাই এত দিন পরে মুখ খুলছেন বলে জানান গোবিন্দ। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আর সেই ষড়যন্ত্রে তাঁর স্ত্রী ও গোটা পরিবারকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেটা তাঁরা বুঝতেও পারছেন না।

বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে প্রশ্ন তুলতেই গোবিন্দ বলেন, “একটা বিষয় আজকাল লক্ষ করি। আমরা যখন চুপ করে থাকি, লোকে ভেবেই নেয় আমরা দুর্বল অথবা সমস্যা আমাদেরই। তাই আজ আমি উত্তরটা দিচ্ছি। আমাকে বলা হয়েছে, একটা বিষয়ে অজান্তেই হয়তো আমার পরিবার জড়িয়ে পড়েছে, আর ওরা বুঝতেও পারছে না যে, ওদের এই বড় ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে।”

গোবিন্দ আরও বলেন, “প্রথমে পরিবারের উপরেই প্রভাব পড়ে। তার পরে সেটা সমাজ পর্যন্ত গড়ায়। বহু বছর ধরে আমি কাজ থেকে সরে গিয়েছি। আমার ছবির কোনও বাজারই নেই এখন। আমি এই বিষয় নিয়ে আক্ষেপ করছি বলে আবার ভুল করবেন না। আমি নিজেই বহু ছবি ফিরিয়ে দিয়েছি। তাই আমি কান্নাকাটি করি না।” তবে এই বিষয়ে নাকি স্ত্রী সুনীতা চিন্তিত। তাই তিনি প্রায়ই গোবিন্দকে বলেন, “আপনি যেটা চান, সেটা পান না। আর যেটা পান, সেটা আপনি চান না। এমন করলে ঘর চলবে কী ভাবে?”

ষড়যন্ত্রের কথা বললেও, কে এই ষড়যন্ত্র করছে, তা খোলসা করেননি গোবিন্দ। শুধু অভিযোগ করেছেন, তাঁর স্ত্রীকে প্রথম সারিতে রেখে এই ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে। গোবিন্দের ধারণা, কেউ যখন খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠেন, তখন তাঁর ভাবমূর্তি নষ্ট করতে উদ্যত হন অনেকেই। তাঁর সঙ্গেও সেই একই ঘটনা ঘটছে বলে দাবি গোবিন্দের।

Advertisement
আরও পড়ুন