Mother's Day 2025

মায়ের কথায় ওঠেন-বসেন, মাকেই খোঁজেন প্রেমিকার মধ্যে, বলিউডের পাঁচ মা-ভক্ত তারকা

বলিউডে এমন অনেক তারকা রয়েছেন যাঁদের মা ধ্যানজ্ঞান। মায়ের কথা ওঠেন-বসেন। কেউ আবার প্রেমিকার মধ্যে খোঁজেন মায়ের গুণ। কেউ আবার মায়ের মন রাখতে ভেঙে দিয়েছেন নায়িকার সঙ্গে সম্পর্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৩:০৪
Five Bollywood stars who are devoted to their mothers even they seek their mothers in their lovers

রণবীর কপূর থেকে সঞ্চয় লীলা ভন্সালী— মায়ের কথায় ওঠেন-বসেন বলিউডের এই তারকারা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বছরের প্রতিটা দিনই মায়ের দিন। তবু, আন্তর্জাতিক মাতৃদিবসে বিশেষ ভাবে মায়েদের জন্য উদ্‌যাপন করার সুযোগ পেয়ে তা হাতছাড়া করেন না আমজনতা। বাদ যান না তারকারাও। এই দিনটি মায়েদের সঙ্গে উদ্‌যাপনের সুযোগ ছাড়েন না তাঁরা। যদিও কয়েক জন তারকা রয়েছেন বলিউডের যাঁদের মা ধ্যানজ্ঞান। তাঁরা মায়ের কথা ওঠেন-বসেন। কেউ আবার প্রেমিকা মধ্যে খোঁজেন মায়ের গুণ। কেউ আবার মায়ের মন রাখতে ভেঙে দিয়েছেন নায়িকার সঙ্গে সম্পর্ক। বলিউডের পাঁচ মা-ভক্ত তারকা এবং তাঁদের কার্যকলাপ।

Advertisement

সলমন-সালমা

Five Bollywood stars who are devoted to their mothers even they seek their mothers in their lovers

সলমা খানের কাছে তাঁর বড় ছেলে সলমন যেন সেই ছোট্ট ছেলেটি। ছবি: সংগৃহীত।

৬০-এর দোরগোড়ায় পৌঁছেও তিনি অবিবাহিত। যদিও প্রেম এসেছে একাধিক বার। কিন্তু কখনও থিতু হওয়া হয়নি সলমনের। একটা সময় বার বার প্রশ্ন করা হয়েছে তাঁকে কবে বিয়ে করবেন তিনি? কখনও একই প্রশ্ন শুনে মেজাজ হারিয়েছেন, কখনও আবার মুচকি হেসে উত্তর দেন সঠিক মানুষ পেলে নিশ্চয়ই করবেন। কিন্তু সলমনের বাবা খ্যাতনামী চিত্রনাট্যকার সেলিম খান অবশ্য সলমনের বিয়ে না হওয়ার নেপথ্য দায়ী করেছেন অভিনেতার মা সালমা খানকে। আসলে সলমনের মাতৃপ্রেম এতটাই, যে নারী তাঁর জীবনে আসেন, তাঁদের মধ্যে নিজের মাকে খুঁজতে থাকেন। সেখানেই শুরু হয় সংঘাত। যে ধরনের স্নেহ-ভালবাসা তিনি খোঁজেন সেটা দিতে না পারলেই শুরু হয় মনোমালিন্য। যদিও মা সালমার প্রতি ভালবাসা তাঁর অটুট।

রণবীর-নীতু

Five Bollywood stars who are devoted to their mothers even they seek their mothers in their lovers

রণবীর কপূর ও নীতু কপূর, মা-ছেলের মিষ্টি রসায়ন দর্শক পছন্দ করে বিজ্ঞাপনী ছবিতেও। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম চর্চিত মা-ছেলে জুটি রণবীর কপূর ও নীতু কপূর। আলিয়া ভট্টের সঙ্গে বিয়ে করে সংসারী হয়েছেন অভিনেতা। এক কন্যাসন্তানের বাবা তিনি। যদিও বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কইফ, সোনম কপূর, নার্গিস ফকরিদের সঙ্গে নাম জড়ায় তাঁর। কিন্তু রণবীরের মা সে সব সম্পর্ক মানতে নারাজ। শোনা যায়, কেবল দীপিকার সঙ্গে সম্পর্কেই সম্মতি দিয়েছিলেন নীতু। অন্যগুলি মানতেই চাননি। এ দিকে একসময় ক্যাটরিনার কইফের সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়। রণবীরের তুতো বোন করিনা তো ‘কফি উইথ কর্ণ’ এসে ক্যাটরিনাকে বৌদি বলে সম্বোধন করেও বসেন। যদিও হ্যাঁ অথবা না কিছু বলেননি রণবীর। পরে শোনা যায় মা নীতুর আপত্তিতেই সেই সম্পর্ক পরিণতি পায়নি। যদিও আলিয়াকে প্রথম থেকেই পছন্দ ছিল নীতুর। শোনা যায়, মায়ের পছন্দেই নাকি শেষ পর্যন্ত বিয়ে করেন রণবীর।

কর্ণ-হিরু

Five Bollywood stars who are devoted to their mothers even they seek their mothers in their lovers

একাকী বাবা হওয়ার ক্ষেত্রেও মা হিরু জোহরের সমর্থন পেয়েছিলেন কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।

কর্ণ জোহরের মা হিরু জোহর। ছোটবেলা থেকে কর্ণ তাঁর মায়ের ন্যাওটা। মায়ের সঙ্গে শৈশবের বেশির ভাগ সময় কাটানো। যখন সারোগেসির মাধ্যমে দুই সন্তানের জন্ম দেন কর্ণ, তখন মা হিরুই নাকি সাহস জুগিয়েছিলেন। নিজের যৌন অভিরুচির কথা মাকেই জানিয়েছিলেন সকলের আগে। কর্ণের জীবনের সব সিদ্ধান্তে তাঁর মা ঢাল হয়ে দাঁড়িয়েছেন।

অভিষেক-জয়া

Five Bollywood stars who are devoted to their mothers even they seek their mothers in their lovers

এক বাঙালি অভিনেত্রীর সঙ্গে নাকি অভিষেক বচ্চনের সম্পর্ক ভেঙেছিল জয়া বচ্চনের আপত্তিতেই। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম মা-ছেলে জুটি জয়া বচ্চন ও অভিষেক বচ্চন। ছোটবেলা থেকেই নাকি মায়ের বাধ্য তিনি। শুধু তাই নয়। অমিতাভ-কন্যার শ্বেতার দাবি মায়ের নয়নের মণি অভিষেক। মায়ের বাধ্য ছেলে নাকি অমিতাভ-পুত্র। বছর দেড়েক ধরে বচ্চন পরিবারের অন্দরে অশান্তি। বলিউডে কানাঘুষো স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চন নাকি বাড়ি ছেড়ে বেরিয়ে যান এ কারণেই। সে সময়ও নাকি অভিষেক মায়ের পক্ষই নিয়েছেন। এ যেন অনেকটা বাংলা ছবি ‘রক্তলেখা’য় চিরঞ্জিতের সংলাপের মতো— ‘বৌ হারালে বৌ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না।’

গত বছর অম্বানিদের বাড়ির বিয়েতেও অভিষেক এসেছিলেন মা-বাবার সঙ্গে। মেয়েকে নিয়ে আলাদা আসেন ঐশ্বর্যা। এক সময় জয়া নিজেই জানান অভিষেকের স্ত্রী হিসেবে ঐশ্বর্যাকেই পছন্দ হয়েছে বচ্চন পরিবারের। শোনা যায়, এক সময় এক বাঙালি অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কে জড়ান অভিনেতা কিন্তু জয়ার সম্মতি না থাকায় ভেস্তে যায় সেই প্রেম।

সঞ্জয়-লীলা

Five Bollywood stars who are devoted to their mothers even they seek their mothers in their lovers

মা লীলার পরিচয়ই তাঁর পরিচয় বলে মনে করেন পরিচালক সঞ্জয় ভন্সালী। ছবি: সংগৃহীত।

মাতৃভক্তির দিকে পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর কাছে হার মানবেন অনেকেই। খ্যাতনামী এই পরিচালক নিজের নামের রেখেছেন মায়ের ছোঁয়া। তাঁর নাম ছিল কেবলই সঞ্জয়। মায়ের নাম মাঝে যোগ করে হয়েছেন সঞ্জয় লীলা ভন্সালী। পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিংবা পার্টিতে মায়ের সঙ্গে সব সময় দেখা গিয়েছে সঞ্জয়কে। তাঁর মতো ছেলে পেয়ে খুশি সঞ্জয়ের মা।

Advertisement
আরও পড়ুন