(বাঁ দিকে) সলমন খান, (ডান দিকে) চিত্রাঙ্গদা সিংহ। ছবি: সংগৃহীত।
লরেন্স বিশ্নোইয়ের হুমকির মধ্যেই সলমন খান কাজ করেছেন ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির জন্য। সলমনের অনুরাগীরা রয়েছেন অপেক্ষায়। তাঁদের প্রত্যাশা, পর পর বেশ কয়েকটি ছবি অসফল হওয়ার পরে সলমন হয়তো এই ছবিতে বড়সড় ‘কামব্যাক’ করবেন। শোনা যাচ্ছে, এই ছবির জন্য প্রায় ১১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সলমন। হাড়ভাঙা খাটুনিও খেটেছেন। বাকিরা পাচ্ছেন কত টাকা?
বলিউড নাকি নায়ক-সর্বস্ব ইন্ডাস্ট্রি! এমন দুর্নাম আছে। নায়কের সমান পরিমাণ পারিশ্রমিকের দাবিতে গলা ফাটিয়েছেন করিনা কপূর থেকে প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো একাধিক অভিনেত্রী। তাতে কি ইন্ডাস্ট্রিতে সমতা আদৌ ফিরেছে? হিসাব বলছে, কয়েক জন অভিনেত্রী লড়ে সেই জায়গা অর্জন করেছেন, কিন্তু এখনও ফারাক অনেকটাই। এই ছবির জন্য চিত্রাঙ্গদা সিংহ নাকি পারিশ্রমিক পাচ্ছেন ২ কোটি টাকা। অভিনেতা অঙ্কুর ভাটিয়া পাচ্ছেন দেড় কোটি। অভিলাশ চৌধুরী পাচ্ছেন ৫০ লক্ষ টাকা এবং হীরা সোহেল পাচ্ছেন এক কোটি।
উল্লেখ্য, এই ছবির পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চিনা সেনার। সেই ঘটনা ধরা পড়বে ছবিতে।