Bengali-speaking resident was attacked in Assam

শিলচরে বাংলায় কথা বলায় আক্রান্ত পশ্চিমবঙ্গের মানুষ, প্রতিবাদ জানিয়ে চিঠি সুস্মিতার

শিলচরের পুলিশ সুপারকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। মঙ্গলবার শিলচরের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসকে প্রতিবাদপত্র পাঠান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:০৩
A Bengali-speaking Bengal resident was attacked by Bajrang Dal in Assam, TMC MP Sushmita Deb wrote a letter to the Silchar SP

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। —ফাইল চিত্র।

অসমের শিলচরে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে অভিযুক্ত করে মারা হয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে। সেই বিষয়ে অভিযোগ জানিয়ে শিলচরের পুলিশ সুপারকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। মঙ্গলবার শিলচরের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসকে প্রতিবাদপত্র পাঠান তিনি।

Advertisement

সেই চিঠিতে লেখা হয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নুরপুরের বাসিন্দা রিঙ্কু শেখকে রাধামাধব রোড পয়েন্টে মারধোর করেছেন বজরং দলের সদস্যেরা। ২৮ ডিসেম্বর বাইক চালিয়ে রাধামাধব রোড পয়েন্ট দিয়ে যাচ্ছিলেন রিঙ্কু। সেখানেই বজরং দলের কিছু সদস্য তাঁকে পাকড়াও করেন। দেখতে চান তাঁর পরিচয়পত্র। বৈধ পরিচয়পত্র দেখালেও, বাংলা ভাষায় কথা বলার কারণে তাঁকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়। শুধু তা-ই নয়, নানা ভাবে রিঙ্কুর ওপর অত্যাচার করা হয়। প্রাণ বাঁচাতে নিজের মোটর সাইকেল এবং কাজের জিনিসপত্র ফেলে পালিয়ে যান রিঙ্কু। পরে রঙ্গীখাড়ি থানায় অভিযোগও দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি। ওই অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন সুস্মিতা।

সুস্মিতা ওই চিঠিতে জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি অস্থায়ী ভাবে শিলচরের চামড়া গুদাম এলাকায় থাকেন। দেশের এক প্রান্তের ব্যক্তি কেন অন্য প্রান্তে গিয়ে আক্রান্ত হবেন? সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তাঁর কথায়, ‘‘আক্রান্ত ব্যক্তি যদি কোনও আইনি সহযোগিতা চান, তাহলে আমরা তা করতে রাজি আছি।’’

Advertisement
আরও পড়ুন