ICC T20 World Cup 2026

নতুন বছরের প্রথম দিনেই বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, চোট থাকা তিন ক্রিকেটার দলে, বাদ স্মিথ

নতুন বছরের প্রথম দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার প্রধান নির্বাচক জর্জ বেইলি দল ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়া দলে বিশেষ চমক নেই। তবে চোটে থাকা তিন ক্রিকেটারকে রাখা হয়েছে দলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১০:৩৭
cricket

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতা মিচেল মার্শ (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

নতুন বছরের প্রথম দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার প্রধান নির্বাচক জর্জ বেইলি দল ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়া দলে বিশেষ চমক নেই। তবে চোটে থাকা তিন ক্রিকেটারকে রাখা হয়েছে দলে।

Advertisement

অ্যাশেজ়ের তৃতীয় টেস্ট খেলে দলকে সিরিজ় জিতিয়েছিলেন প্যাট কামিন্স। প্রথম দু’টি টেস্টে খেলেননি। শেষ দুই টেস্টেও খেলবেন না বলে জানিয়েছিলেন। তাঁকে রাখা হয়েছে বিশ্বকাপের দলে।

একই ভাবে জশ হেজ়লউড এবং টিম ডেভিডকেও রাখা হয়েছে। ভারতের বিরুদ্ধে গত বছরের ৩১ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর চোট পেয়ে আর খেলেননি হেজ়লউড। তবে বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে যাবেন বলে আশাবাদী অস্ট্রেলিয়া। ডেভিড চোট পেয়েছেন বিগ ব্যাশ লিগ খেলতে গিয়ে।

২০২১-এর ফাইনালের ম্যাচের সেরা ক্রিকেটার মিচেল মার্শের অধিনায়কত্বে বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া। তিনিই এখন টি-টোয়েন্টি দলের অধিনায়ক। বিশ্বকাপের দলে গ্লেন ম্যাক্সওয়েল, ট্রেভিস হেড, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জ়াম্পা, জশ ইংলিস-সহ সকল প্রথম সারির ক্রিকেটারই রয়েছেন। উল্লেখযোগ্য বাদ পড়া নাম বলতে বেন ডোয়ারশুইস।

অস্ট্রেলিয়া দল গড়া হয়েছে স্পিনার এবং পেসার মিলিয়ে। প্রধান নির্বাচক বেইলি বলেছেন, “গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে সফল হয়েছে আমাদের টি-টোয়েন্টি দল। তাই শ্রীলঙ্কা এবং ভারতের পরিবেশের কথা মাথায় রেখে ভারসাম্য রেখে দল গড়া হয়েছে। কামিন্স, হেজ়লউড এবং ডেভিড ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ওদের বিশ্বকাপে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।”

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

মিচেল মার্শ (অধিনায়ক), জ়েভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেথান এলিস, জশ হেজ়লউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস এবং অ্যাডাম জ়াম্পা।

Advertisement
আরও পড়ুন