Aamir Khan's girlfriend Gauri

বলিউডের সঙ্গে নেই কোনও যোগ! তাও কেন আমিরের প্রেমেই পড়লেন? নিজেই জানালেন গৌরী

বলিউডের সঙ্গে গৌরীর কোনও যোগ নেই। আমিরের মাত্র দু’টি ছবি দেখেছেন তিনি। তা হলে আমিরের প্রেমে কী ভাবে পড়লেন গৌরী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৩:৩৯
Gauri Spratt revealed why she has fallen in love with Aamir Khan

কেন আমিরের প্রেমেই পড়লেন গৌরী? ছবি: সংগৃহীত।

বয়স তো কেবল সংখ্যা মাত্র। বয়স বাড়লেও জীবন থেকে ফুরোয়নি প্রেম, প্রমাণ করে দিয়েছেন আমির খান। ২০২১-এ দ্বিতীয় বার বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন। তবে দুই স্ত্রীর সঙ্গেই তাঁর সুসম্পর্ক। বিচ্ছেদের চার বছর কাটতে না কাটতেই আমিরের জীবনে নতুন প্রেম। ৬০ তম জন্মদিনে সেই প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন আমির। নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে নেটপাড়ারও কৌতূহলের শেষ নেই।

Advertisement

বলিউডের সঙ্গে গৌরীর কোনও যোগ নেই। আমিরের মাত্র দু’টি ছবি দেখেছেন তিনি। তা হলে আমিরের প্রেমে পড়লেন কী ভাবে? দু’জনের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২৫ বছর আগে। তার পরে যদিও আর যোগাযোগ ছিল না। তার পরে ফের দু’বছর আগে দেখা দু’জনের। আমির বলেছেন, “এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই ওঁর সঙ্গে দেখা।”

গৌরীও জানিয়েছেন, কেন আমিরকে তাঁর ভাল লাগল। তিনি বলেছেন, “একজন ভদ্র, নরম মনের যত্নশীল মানুষকে চাইতাম আমি।” এই শুনে সঙ্গে সঙ্গে আমির খোঁচা দিয়ে বলেন, “এই গুণগুলো চাইতে। আর শেষে আমাকে খুঁজে পেলে তুমি?”

গৌরী বেঙ্গালুরু নিবাসী। তবে বর্তমানে তিনি আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরতা। ইতিমধ্যেই আমিরের পরিবারের সঙ্গেও দেখা করেছেন তিনি। তবে ফের তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন কি না তা এখনও স্থির করেননি। আমির জানিয়েছেন, ৬০ বছর বয়সে আর বিয়ে করা উচিত কি না, তিনি জানেন না। তবে তাঁর ছেলেমেয়েরা ভীষণ খুশি। তাঁরা বাবার জীবনের নতুন অধ্যায় দেখতে আগ্রহী।

Advertisement
আরও পড়ুন