Govinda

ধর্মেন্দ্র, প্রেম চোপড়ার পর অসুস্থ গোবিন্দ! গভীর রাতে হাসপাতালে ভর্তি ‘হিরো নম্বর ১’

অভিনেতার পারিবারিক বন্ধু জানিয়েছেন, পরিস্থিতির অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় গোবিন্দকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৮:৩৪
গোবিন্দ।

গোবিন্দ। —ফাইল চিত্র।

একের পর এক ধাক্কায় বিপর্যস্ত বলিউড। ধর্মেন্দ্র, প্রেম চোপড়ার পর হাসপাতালে গোবিন্দ। অভিনেতার আইনজীবী বন্ধু ললিত বিন্দাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাড়িতে আচমকা জ্ঞান হারান ৬১ বছরের অভিনেতা। মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি ভর্তি করানো হয় মুম্বইয়ের এক হাসপাতালে। এমার্জেন্সি কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে।

Advertisement

অভিনেতার আইনজীবী বন্ধু আরও জানিয়েছেন, অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে চিকিৎসককে ফোন করা হয়। ফোনেই ওষুধ জেনে নিয়ে খাওয়ানো হয় তাঁকে। তার পরেও শারীরিক অস্বস্তি না কমায় গোবিন্দের পরিবারের সদস্যরা ঠিক করেন, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

বিন্দালের কথায়, “চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর তাঁকে ওষুধ দেওয়া হয়েছিল। তাতে শারীরিক অবস্থার তেমন কোনও পরিবর্তন না ঘটায় রাত ১টা নাগাদ জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় গোবিন্দকে।” তিনি আরও জানান, সঙ্গে সঙ্গেই চিকিৎসকেরা অভিনেতার একাধিক পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল দেখে তাঁরা পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, ১০ নভেম্বর ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন গোবিন্দ।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে নিজের বাড়িতেই লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি ছুটে গুরুতর আহত হয়েছিলেন ‘হিরো নম্বর ১’। খবরে প্রকাশ, তখন তাঁর স্ত্রী সুনীতা আহুজা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। কলকাতার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোবিন্দ তৈরি হচ্ছিলেন। তার আগে বন্দুকটি পরীক্ষা করার সময় নাকি হাত থেকে পড়ে যায় সেটি। গুলি এসে লাগে তাঁর পায়ে। তখনও তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতাকে।

Advertisement
আরও পড়ুন