Govinda

‘একেই বলে পতন’, দামী গাড়ি ছেড়ে ট্যাক্সিতে উঠেছেন গোবিন্দ! দেখেশুনে আর কী বললেন অনুরাগীরা

এমনিতেই গত বছর থেকেই তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন স্ত্রী সুনীতা। এ বার গোবিন্দর অবস্থা দেখে দুঃখপ্রকাশ নেটাগরিকদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২০:১০
Govinda Travels In Aura Taxi In Uttar Pradesh netizen calls it his downfall

গোবিন্দ। ছবি: সংগৃহীত।

নব্বইয়ের দশকের ব্যস্ততম অভিনেতা। কনভয় নিয়ে কোটি কোটি টাকার গাড়িতে যাতায়াত করতেন। এ বার উত্তরপ্রদেশের একটি বিমানবন্দর থেকে বেরিয়ে সরকারি ট্যাক্সিতে ওঠেন গোবিন্দ। অভিনেতার এই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়। এমনিতেই গত বছর থেকেই তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন স্ত্রী সুনীতা। এ বার গোবিন্দের অবস্থা দেখে দুঃখপ্রকাশ নেটাগরিকদের।

Advertisement

প্রায় সাত বছর হতে চলল কোনও ছবি মুক্তি পায়নি তাঁর। অভিনেতাকে আজকাল দেখা যায় শহরতলি ও গ্রামেগঞ্জে রাস্তার মাঝে মঞ্চে অনুষ্ঠান করতে। অভিনেতার স্ত্রী বিভিন্ন সাক্ষাৎকারে বলে যাচ্ছেন, ‘‘গোবিন্দ নিজের আশপাশে তাঁবেদার নিয়ে ঘোরাফেরা করে। তাঁদের জীবন থেকে না সরালে কখনওই উন্নতি হবে না। গোবিন্দ কেরিয়ারে মন দিচ্ছে না। খালি ওর প্রশংসা যাঁরা করছে তাঁদের নিয়েই ও সন্তুষ্ট।’’

এ বার অভিনেতার সাম্প্রতিক ছবি দেখে অনুরাগীদের কেউ বলেন, ‘‘এত বড় তারকার এমন অবস্থা! একেই বলে পতন।’’ কেউ কেউ আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘‘কোটি কোটি টাকার গাড়ি তো গোবিন্দকে আনতে কাউকে পাঠানো হয়নি!’’

Advertisement
আরও পড়ুন