Govinda

‘গোবিন্দ প্রেম করছেন না’! তাঁর স্বামীর কাছ থেকে কী চান মহিলারা? নতুন মন্তব্য সুনীতার

গোবিন্দ নাকি তাঁর অর্ধেক বয়সি অভিনেত্রীর প্রেমে পড়েছেন, শোনা গিয়েছিল এমনটাই। যদিও অতীতে নিজের মুখে বলা সব কথাকেই প্রায় নস্যাৎ করে এ বার নতুন মন্তব্য করলেন সুনীতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫
(বাঁ দিকে) গোবিন্দ, সুনীতা আহুজা (ডান দিকে)।

(বাঁ দিকে) গোবিন্দ, সুনীতা আহুজা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে আলোচনার অন্ত নেই। ষাটের দোরগোড়ায় এসে অভিনেতার বিবাহবিচ্ছেদের জল্পনাও শোনা যায়। অভিনেতা নাকি তাঁর থেকে অর্ধেক বয়সি অভিনেত্রীর প্রেমে পড়েছেন, এমনটাই গুঞ্জন। অভিনেতাপত্নী সুনীতা বরাবরই স্পষ্টবাদী। ঘুরিয়ে-পেঁচিয়ে নয়, বরং সোজাসুজি কথা বলতেই ভালবাসেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক কথা প্রকাশ্যে এনেছেন। এ বার স্বামীকে নিয়ে ফের নয়া মন্তব্য সুনীতার।

Advertisement

মাসকয়েক আগে নিজেই গোবিন্দের পরকীয়ার জল্পনায় একপ্রকার সায় দিয়ে সুনীতা বলেছিলেন, ‘‘আমার কানেও এসেছে খবরটা। যদিও এই বয়সে লোক হাসানো উচিত নয়।’’ অভিমানী সুনীতা কখনও রাগ দেখিয়েছেন, কখনও আক্ষেপ প্রকাশ করেছেন। কখনও আবার বলেছেন, ‘‘ঈশ্বর ছাড়া আমাকে আমার স্বামীর থেকে কেউ আলাদা করতে পারবে না।’’ এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘‘আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না।’’ সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোনও রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। সুনীতার কথায়, ‘‘কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!’’

এ বার অতীতে নিজের মুখে বলা সব কথাকেই প্রায় নস্যাৎ করে সুনীতা জানান, গোবিন্দ কোনও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়াননি। সুনীতা শেষে বলেন, ‘‘ওই মেয়েটা আসলে আমার স্বামীর টাকাপয়সা চায়। আশা করছি, ২০২৬ সালে গোবিন্দ যাবতীয় বিতর্ক শেষ করবে। ২০২৬ আমার জীবনের নতুন শুরু হবে এবং আমার পরিবার সুখে থাকবে।’’

Advertisement
আরও পড়ুন