24 Apps Ban For Promoting Obscene & Adult Content

অকারণ নারীশরীর প্রদর্শন, অযথা যৌনতা! অশ্লীলতার দায়ে বন্ধ হচ্ছে কোন কোন ওয়েব প্ল্যাটফর্ম?

ওয়েব প্ল্যাটফর্ম মানেই সিরিজ় বা ছবিতে ‘যথেচ্ছাচার’? অভিযোগ, এই প্রজন্মের মনে খারাপ ছাপ ফেলছে অকারণ যৌনতা বা হিংসা। তাই কি সরকারি পদক্ষেপ?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৪:১৬
অশ্লীলতার দায়ে দুষ্ট কোন কোন ওয়েব প্ল্যাটফর্ম?

অশ্লীলতার দায়ে দুষ্ট কোন কোন ওয়েব প্ল্যাটফর্ম? প্রতীকী ছবি।

অহেতুক যৌনতা, হিংসা, আপত্তিকর বিষয়বস্তুর বাড়াবাড়ি বন্ধে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (এমআইবি) এ দেশের ২৪টি অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম বন্ধ করেছে। খবর, ‘সফট পর্ন কনটেন্ট’ প্রচারের দায়ে নিষিদ্ধ হয়েছে বেশ কিছু অ্যাপও। ইতিমধ্যেই অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মের নামের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে দফতর থেকে।

Advertisement

এই তালিকায় কোন কোন ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে? তালিকায় উঠে এসেছে ‘অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নবরস লাইট’, ‘গুলাব’-সহ আরও কিছু অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্মের নাম। সংশ্লিষ্ট মন্ত্রকের অভিযোগ, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন (বিশেষ করে ধারা ৬৭ এবং ৬৭এ), ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং ১৯৮৬ সালের অশ্লীল ভাবে নারী শরীর প্রদর্শন (নিষেধ) আইন, ধারা ৪-এর নির্দেশ লঙ্ঘন করেছে ওয়েব প্ল্যাটফর্মগুলি।

প্রসঙ্গত, আইটি আইনের ধারা ৬৭ এবং ৬৭এ অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমে কোনও ভাবে অশ্লীল বা যৌন উত্তেজক কোনও কিছু দেখানো যায় না। একই ভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ। আবার ১৯৮৬ সালের আইন অনুযায়ী, কোনও মাধ্যমেই নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা যায় না। দফতরের দেওয়া তালিকায় উল্লিখিত ওয়েব প্ল্যাটফর্মগুলো এই সব ক’টি আইন লঙ্ঘন করেছে বলে মন্ত্রকের দাবি।

ইতিমধ্যেই অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মগুলোর কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এ দেশে নিষিদ্ধ অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মগুলি যাতে কোনও ভাবে দেখা না যেতে পারে তার জন্যও কড়া পদক্ষেপ করতে চলেছে মন্ত্রক।

Advertisement
আরও পড়ুন