প্রাক্তনের প্রেমে মজলেন গুলশন। ছবি: সংগৃহীত।
বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও স্বামী-স্ত্রীর নিবিড় সখ্য অনেক সময় নষ্ট হয় না। ‘দহাড়’-এর অভিনেতা গুলশন দেবাইয়ারও হয়নি। প্রাক্তন স্ত্রী এখনও তাঁর প্রিয় বন্ধু, ডেটে গেলে তাঁকে বলে যান। ভেঙে যাওয়া দাম্পত্যের পরেও সম্পর্ক যে কত মধুর, বছর খানেক আগে সে কথা জানান। এ বার প্রাক্তন স্ত্রীর সঙ্গে ফের প্রেম করছেন অভিনেতা।
আট বছরের বিবাহিত জীবনের পরে, ২০২০ সালে স্ত্রী কাল্লিরোই জ়িয়াফেতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু যোগাযোগ ছিল। বিচ্ছেদের পাঁচ বছর পরে ফের প্রাক্তনের সঙ্গে নতুন করে প্রেম শুরু করলেন অভিনেতা। তাঁদের সম্পর্ক ভেঙেছিল। কারণ, তাঁরা একে অপরের সঙ্গে সহযোগিতা করতে কিংবা ন্যূনতম বোঝাপড়া করতে রাজি ছিলেন না।
গুলশন সেই সময় বলেন, ‘‘আমি যে পেশায় আছি সেটা খুবই অনিশ্চিত। বেশ কিছু জিনিস নিয়ে উদ্বেগে থাকতাম সেই সময়। আর জীবনে একাই বড় হয়েছি। তাই আমি আমার স্ত্রীকে ভালবাসলেও কখনও কখনও একা থাকতেও ভাল লাগে বাড়িতে।’’ তবে সম্প্রতি গুলশন জানান, তাঁরা বিচ্ছেদের বহু বছর পরে মনোবিদের কাছে যাওয়া শুরু করেন। ‘কাপল থেরাপি’ নেন, তাতেই ফল মিলেছে। দূরত্ব কমেছে। ফের প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে সময় কাটাতে শুরু করেছেন।
গুলশনের কথায়, ‘‘আমরা কাপল থেরাপি নিয়েছি। যেটা খুবই কার্যকর হয়েছে। যেমন আমি এখন আমার প্রাক্তন স্ত্রীর সঙ্গে ফের প্রেম করছি। এর কারণ হল, এই থেরাপির মাধ্যমে আত্মদর্শনের সুযোগ হয়েছে। অনেক বেশি পরিণত হয়েছি কাপল থেরাপিতে প্রশিক্ষিত পেশাদারের সঙ্গে কথা বলার মাধ্যমে। সম্পর্কে জড়ানোর পরে নিয়মিত থেরাপি নেওয়ার চেষ্টা করছি।’’